Viral Video

জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে অতর্কিতে আক্রমণ ভালুকের! এক বছরের কুকুরছানার বিক্রমে প্রাণরক্ষা বৌদ্ধ ভিক্ষুর

চিকো নামের পোষ্য কুকুরের বীরত্বের জন্য প্রাণে বেঁচে যান ৪৬ বছরের বৌদ্ধ ভিক্ষু। কুকুরটি তাঁর সঙ্গে জঙ্গলে বেড়াতে গিয়েছিল। সেখানেই এক ভালুক তাড়া করে তোগেন নামের বৌদ্ধ সন্ন্যাসীকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১১:৩১
monk was saved by a dog

ছবি: সংগৃহীত।

মঠ সংলগ্ন জঙ্গলে হাঁটতে বেরিয়েছিলেন জাপানের ইউকুকো বৌদ্ধ মঠের অধ্যক্ষ ভিক্ষু তোগেন ইয়োশিহারা। সঙ্গে ছিল এক বছরের একটি ছোট্ট বিগল প্রজাতির কুকুর। তোগেন খেয়ালই করেননি, ভীষণ বিপদ পিছু নিয়েছে তাঁদের। পাঁচ ফুটেরও বেশি লম্বা একটি ভালুক তোগেনকে তাড়া করে ও তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। ভালুকের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। মাটি থেকে ওঠার ক্ষমতা ছিল না তোগেনের। তরুণ বৌদ্ধ সন্ন্যাসী হাতের যন্ত্রণায় অসহায় বোধ করছিলেন।

Advertisement

ভালুকটি আবার আক্রমণ করতে উদ্যত হলে রুখে দাঁড়ায় চিকো নামে বিগল কুকুরছানাটি। লাফিয়ে, ঝাঁপিয়ে, চিৎকার করে তোগেনকে আড়াল করতে থাকে সে। এতে ভালুকটি ঘাবড়ে যায় এবং জঙ্গলে ফিরে যেতে বাধ্য হয়। এক বছর বয়সি বিগলটি ভালুকটিকে তাড়া করতে করতে গাছের ফাঁকে অদৃশ্য হয়ে যায়। কোনও মতে বাড়ি ফেরেন তোগেন। কিন্তু চিকো না-ফেরায় অশুভের আশঙ্কায় গাড়ি নিয়ে চিকোর খোঁজে বেরিয়ে পড়েন তিনি।

৩০ মিনিট পরে স্ত্রীর কাছ থেকে একটি ফোন পান তোগেন। স্ত্রী তাঁকে জানান যে, চিকো নিরাপদে বাড়ি পৌঁছেছে। চিকো ফিরে আসার আনন্দে কেঁদে ফেলেন তোগেন। মাত্র কয়েক মাস বয়সে পরিত্যক্ত অবস্থায় কুকুরছানাটিকে পালক পরিবার ফেলে রেখে চলে যায়। চিকোর অপরাধ, সে নাকি খুব চিৎকার করত। তোগেন তাকে তুলে এনে প্রতিপালন করতে শুরু করেন। যে চিৎকারের জন্য চিকোকে পরিত্যাগ করা হয়েছিল, সেই চিৎকারই তোগেনের প্রাণরক্ষা করল।

Advertisement
আরও পড়ুন