viral video

মাথার উপর ফুঁসছে জলপ্রপাত, পাথরে বসে পোজ় দিতেই চোখের নিমেষে তলিয়ে গেলেন তরুণ! ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

জলপ্রপাতের ধারে থাকা পাথরে দাঁড়িয়ে ভিডিয়ো করছিলেন এক তরুণ। জলের তীব্র স্রোতের ধাক্কা সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে জলপ্রপাতে পড়ে যান তিনি। প্রবল তোড়ে তলিয়ে গিয়ে মারা গেলেন ওই তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১১:৪০
man swept away while filming under waterfall

ছবি: সংগৃহীত।

রিল ভিডিয়ো বানানোর নেশা মুহূর্তে বদলে গেল প্রাণঘাতী ট্র্যাজেডিতে। জলপ্রপাতের ধারে পাথরের উপর দাঁড়িয়ে ভিডিয়ো তৈরি করতে গিয়ে ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রিলের নেশা প্রাণ কাড়ল তরুণের। জলের তীব্র স্রোতের ধাক্কা সমালাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে জলপ্রপাতে পড়ে যান তিনি। প্রবল তোড়ে ভেসে গিয়ে মারা গেলেন ওই তরুণ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারের রাবাসন নদীর জলপ্রপাতে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী তরুণের নাম উদল কাশ্যপ, বয়স ৩০। সমাজমাধ্যমের জন্য ভিডিয়ো তৈরি করার সময় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই মর্মান্তিক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ১৫ অগস্ট শুক্রবার জলপ্রপাতের ধারে থাকা পাথরে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পোজ় দিচ্ছেন ওই যুবক। বিপজ্জনক ভাবে পাথর ডিঙিয়ে যাতায়াতও করছিলেন তিনি। একটি পাথরের উপর বসে পোজ় দিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই স্রোত তীব্র হয়ে ওঠে। টাল সামলাতে না পেরে তরুণের পা পিছলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তীব্র স্রোত টেনে নিয়ে যায় তাঁকে। শুটিং দেখতে জড়ো হওয়া দর্শক ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান। দুর্ঘটনার পর প্রশাসনের আধিকারিকেরা এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। ওই যুবককে খুঁজে বার করার জন্য ডুবুরি নামানো হয়। কয়েক ঘণ্টা পর তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদল পেশায় এক জন গাড়িচালক। শুক্রবার সন্ধ্যায় তিনি বন্ধুদের সঙ্গে রাওয়াসন নদীতে গিয়েছিলেন। ভিডিয়ো তোলার সময় পা পিছলে যায় এবং স্রোতে ভেসে যান তিনি। উদ্ধার অভিযান শুরু হয় এবং শনিবার তাঁর মৃতদেহের সন্ধান পাওয়া যায়।

এক্স হ্যান্ডলে ‘আস্কভূপী’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে ক্ষোভপ্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। শুধুমাত্র কিছু লাইক এবং খ্যাতি পাওয়ার জন্য অনেকেই এই ভাবে তাঁদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। জীবন নিয়ে তাঁরা ছেলেখেলা করছেন বলে সমালোচনায় মুখর হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন