Bizarre

বরফের দেশে ৬ মাসের চাকরি, বেতন কোটি টাকার বেশি, খরচও শূন্য! সংস্থার প্রস্তাবে দ্বিধাগ্রস্ত কর্মী পরামর্শ চাইলেন নেটপাড়ায়

রেডিট সমাজমাধ্যমে পোস্ট করে এক তরুণ লিখেছেন, তিনি যে চাকরির প্রস্তাব পেয়েছেন তাতে বেতন ভাল হলেও তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৭:৫০
A six-month posting in Antarctica

ছবি: সংগৃহীত।

চাকরির মেয়াদ ছ’মাস। বেতন ১.৩ কোটি টাকা! প্রস্তাব পেয়েও দোলাচলে সংস্থার এক কর্মী। পরিবেশগত গবেষণা সংস্থায় কর্মরত ২৯ বছর বয়সি তরুণ চাকরিটি নিয়ে সমাজমাধ্যমে পরামর্শ চেয়েছেন। তিনি জানিয়েছেন তাঁর সংস্থা আন্টার্কটিকার একটি স্টেশনে তাঁকে ছ’মাসের জন্য পাঠাতে চায়। কর্মক্ষেত্রটির অবস্থানের কারণে বেতনটি কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

রেডিট সমাজমাধ্যমে পোস্ট করে তরুণ লিখেছেন, তিনি যে চাকরির প্রস্তাব পেয়েছেন তাতে বেতন ভাল হলেও তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। তিন বছরের একটি প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। ছ’মাসের এই সুযোগ তাঁর নেওয়া উচিত হবে কি না তা সমাজমাধ্যমে জানতে চেয়েছেন তিনি। ৬ মাসের জন্য ১.৩ কোটি টাকা বেতন ছাড়াও খাবার, বাসস্থান, বিমানে যাতায়াতের খরচ সবটাই সংস্থা বহন করবে বলে রেডিটে লিখেছেন পোস্টদাতা। অ্যান্টার্কটিকায় বসবাসের খরচ আক্ষরিক অর্থেই শূন্য। কিন্তু তাঁর বান্ধবী এই প্রস্তাবে বিশেষ উৎসাহিত নন। তাই তিনি সংস্থার প্রস্তাবটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি।

পরিবেশ গবেষক প্রকাশ করেছেন যে তাঁর বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ১.৬২ কোটি টাকা। ছ’মাসের এই বেতন পেলে তাঁর অবসরজীবনের কাঙ্ক্ষিত সঞ্চয়ের কাছাকাছি পৌঁছে যাবেন বলে তিনি জানিয়েছেন। তবে তাঁর বান্ধবীর মতে ৬ মাস ধরে বিচ্ছিন্ন থাকা তাঁর কাছে দীর্ঘ সময়।

তরুণের পোস্টটি রেডিটে দ্রুত ভাইরাল হয়ে যায়। হাজার হাজার মন্তব্য জমা পড়েছে পোস্টে। এক নেটাগরিক তাঁকে পরামর্শ দিয়েছেন, ‘‘মাত্র ৬ মাসের মধ্যে সম্পদ দ্বিগুণ করা এত ভাল সুযোগ হাতছাড়া করা উচিত নয়। দু’জনের ভবিষ্যতের জন্যই প্রস্তাব গ্রহণ করা উচিত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘জীবনে এক বারই এমন সুযোগ পাওয়া যায়।’’

Advertisement
আরও পড়ুন