Bengaluru

জুতোর মধ্যে সাপ নিয়ে বাড়ি এলেন তরুণ, টের পেলেন না কামড়ও! বেঘোরে মারা পড়লেন বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ

জুতোর মধ্যে সাপ ঢুকে কামড়ে দিয়েছিল ৪১ বছরের তরুণকে। কখন যে সাপ কামড়েছে তা টেরও পাননি তিনি। ঘরে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল বেঙ্গালুরুর বাসিন্দার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩১
software engineer died of a snake bite

ছবি: প্রতীকী।

জুতোর মধ্যে লুকিয়ে ছিল সাপ। সেই জুতো পরতেই ছোবল মারল সাপটি। বেঘোরে মারা পড়লেন বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ। সাপ যে তাঁকে কামড়েছে তা বিন্দুমাত্র টের পাননি ৪১ বছরের সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। পরে তাঁর পরিবারের সদস্যেরা খাটের উপর তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ থেকে ফেনা বার হচ্ছিল। পা থেকে রক্ত ঝরছিল। মৃত ব্যক্তির নাম মঞ্জু প্রকাশ। টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কর্মী ছিলেন বেঙ্গালুরুর বানারঘাট্টার বাসিন্দা এই তরুণ।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মঞ্জু একটি আখের রসের দোকানে রস কিনতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পর এই ঘটনা ঘটে। জুতো জোড়া বাইরে রেখে মঞ্জু তাঁর ঘরে চলে যান। পরিবারের সদস্যেরা দেখতে পান তাঁর জুতোর মধ্যে একটি সাপ মরে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে তাঁরা দেখতে পান মঞ্জুর মুখে গ্যাঁজলা উঠছে ও পা থেকে রক্ত ঝরছে। বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মঞ্জুর আত্মীয়দের দাবি, ২০১৬ সালে একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন মঞ্জু। তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়েছিল। এর ফলে তাঁর পায়ে তেমন সাড় ছিল না। তাই সাপের কামড়ের ব্যথা তিনি অনুভব করতে পারেননি বলেই ধারণা মৃত তরুণের পরিবারের সদস্যদের। পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, বাড়ি ফিরে মঞ্জু তাঁর ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর, বাড়িতে কাজ করতে আসা এক জন জুতো জোড়ার ঠিক বাইরে একটি সাপকে মরে পড়ে থাকতে দেখতে পান। তখনই সবাই মঞ্জুর ঘরে যান। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

Advertisement
আরও পড়ুন