viral video

মধ্যরাতে রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছে শিশু! দেখতে পেয়ে এগিয়ে এলেন সরবরাহ কর্মী, এল পুলিশও, তার পর?

শীতের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে শহরের রাস্তায় ঘুরপাক খাচ্ছে শিশু। গরম পোশাক না থাকায় শীতে কাঁপছিল একরত্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০৮
three-year-old boy was found wandering alone on a cold street

ছবি: সংগৃহীত।

রাত তখন তিনটে। খালি পায়ে রাতপোশাকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক শিশু। ভোরবেলায় ঠান্ডায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখা যায় শিশুটিকে। গভীর রাতে সেই রাস্তা দিয়ে আসছিলেন খাবার সরবরাহকারী সংস্থার এক কর্মী। ভাগ্যক্রমে শিশুটিকে দেখতে পান তিনি। স্কুটার থামিয়ে সাহায্যের জন্য এগিয়ে যান ডেলিভারি কর্মী। চিনের এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ভাইরাল হয়েছে সেই ফুটেজটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে শীতের রাতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে শহরের রাস্তায় ঘুরপাক খাচ্ছে শিশু। গরম পোশাক না থাকায় শীতে কাঁপছিল একরত্তি। রাস্তা দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল একের পর এক গাড়ি। কেউই শিশুটিকে তেমন আমল দেননি। তখনই এক খাবার সরবরাহকারী কর্মীর নজরে পড়ে ছেলেটি। রাস্তায় দৌড়োতে দেখে কর্মী তাঁর বাইক থামিয়ে দেন। শিশুটি দৌড়ে আসে তাঁর দিকে। একেবারে একা শিশুটির নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন ওই কর্মী। শিশুটির সঙ্গে কথাবার্তা চালাতে থাকেন তিনি। কিছু ক্ষণ পরই, সেখানে একটি বড় গাড়ি এসে থামে। শীতের কামড় থেকে বাঁচাতে শিশুটিকে গাড়ির ভিতরে বসানো হয়। কর্মীই পুলিশে খবর দেন।

সংবাদ প্রতিবেদন অনুসারে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। তিন বছরের শিশুটির বাড়ির ঠিকানা খুঁজে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন। পুলিশ পরে জানিয়েছে শিশুটির মা সে দিন কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় ধরে কাজ করছিলেন। ঘুম থেকে ওঠার পর শিশুটি আতঙ্কিত হয়ে মাকে খুঁজতে একাই বাইরে বেরিয়ে আসে। খাদ্য সরবরাহ কর্মী এবং গাড়ির চালককে সম্মাননা প্রদান করে স্থানীয় পুলিশ। ভিডিয়োটি ভাইরাল হতেই নেটাগরিকেরা কর্মীর সহৃদয়তার প্রশংসা করেছেন।

Advertisement
আরও পড়ুন