viral video

ফোন ধরছেন না প্রেমিকা, তরুণীর গ্রামে গিয়ে ‘প্রতিশোধ’ নিলেন প্রেমিক, বিদ্যুৎহীন হল এলাকা! ভিডিয়োর সত্যতা নিয়েও প্রশ্ন

ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে তরুণের সঙ্গে তাঁর প্রেমিকার মনোমালিন্য হয়েছিল। প্রেমিকের ফোন ধরছিলেন না তরুণী। এমন পরিস্থিতিতে তরুণ এতটাই ক্ষুব্ধ হয়ে যান যে প্রেমিকাকে উচিত শাস্তি দিতে নিজের প্রাণ বিপন্ন করতেও দু’বার ভাবেননি তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২২
claims man cuts electricity as his lover not answering call

ছবি: সংগৃহীত।

ফোন ধরছেন না প্রেমিকা। রাগে বিদ্যুতের খুঁটিতে চড়ে সংযোগ কেটে দিলেন বিরক্ত তরুণ। প্রেমিকার গ্রামে নেমে আসে অন্ধকার। প্রেমিকার পাত্তা না পাওয়ায় এতটাই ক্ষুব্ধ হয়ে যান তরুণ যে প্রেমিকাকে উচিত শাস্তি দিতে নিজের প্রাণ বিপন্ন করতেও দু’বার ভাবেননি তিনি। হাইটেনশন লাইনে উঠে বিদ্যুতের তার কাটার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কবে বা কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা জানা যায়নি।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দাবি করা হয়েছে তরুণের সঙ্গে তাঁর প্রেমিকার মনোমালিন্য হয়েছিল। প্রেমিকের ফোন ধরছিলেন না তরুণী। এমন পরিস্থিতিতে, তরুণ মনে করে যে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভাল উপায় হল তরুণীর গ্রামের বিদ্যুৎ কেটে দেওয়া। প্রেমিকার আচরণে ক্ষুব্ধ হয়ে তাঁর গ্রামে ঢুকে সটান একটি হাইটেনশন লাইনের খুঁটির উপরে চড়ে বসেন তরুণ। হাতে ছিল মস্ত এক প্লায়ার। সেটির সাহায্যে তিনি বিদ্যুতের সংযোগ কেটে দেন। ভিডিয়োয় সেই দৃশ্যই প্রকাশ্যে এসেছে।

ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশন এবং সাবটাইটেলে দাবি করা হয়েছে যে তরুণ তাঁর বান্ধবীর জন্য পুরো গ্রামের বিদ্যুৎ কেটে দিয়েছেন। তবে ভিডিয়োর দাবির সঙ্গে একমত হননি কোনও কোনও নেটাগরিক। তাঁদের মতে, যে তরুণকে লাইন কাটতে দেখা গিয়েছে তিনি বিদ্যুৎ বি‌ভাগেরই কর্মী। সারাই বা অন্য প্রয়োজনে খুঁটিতে উঠেছেন। আসল ঘটনা যাই ঘটে থাকুক না কেন, ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড় তুলেছে। এক কোটিও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। ২ লক্ষ ৭০ হাজার নেটাগরিক লাইক করেছেন ভিডিয়োয়।

Advertisement
আরও পড়ুন