viral video

মধ্যরাতে অটোয় সফর, আসনের সামনে চালকের ঝোলানো বিশেষ বার্তায় হতবাক তরুণী! সাড়া পড়ল নেটপাড়ায়

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মধ্যরাতে এক তরুণী অটোয় ভ্রমণ করছেন। অটোয় উঠে আসনে বসতেই একটি লেখার দিকে নজর আটকে যায় তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১১:৪২
Bengaluru auto driver\\\\\\\'s note makes woman feel safe

ছবি: সংগৃহীত।

রাত-বিরেতে প্রয়োজন পড়লে যাতায়াতের জন্য অ্যাপ ক্যাব, বাইক বা অটোই ভরসা নগরবাসীদের। অ্যাপের মাধ্যমে বুক করা ক্যাব এবং বাইকচালকদের আচরণ নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ করতে দেখা যায় যাত্রীদের। আবার অনেক অ্যাপ ক্যাব এবং বাইকচালকদের ব্যবহারের প্রশংসার কথা প্রকাশ পায় সংবাদ ও সমাজমাধ্যমে। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। রাত ১২টা নাগাদ অ্যাপে বুক করা অটোয় একা ভ্রমণের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বেঙ্গালুরুর বাসিন্দা এক তরুণী। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মধ্যরাতে এক তরুণী অটোয় ভ্রমণ করছেন। অটোয় উঠেই আসনের সামনে একটি বার্তার দিকে নজর যায় তাঁর। সেটির বিষয়বস্তুটি পড়ার পর তরুণী গভীর রাতের সফর নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হন। কারণ তাতে অটোচালক এমন কিছু কথা লিখে রেখেছিলেন যাতে মহিলা যাত্রীরা নিরাপদ বোধ করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, অটোর ভিতরে একটি সাদা কাগজে কালো অক্ষরে লেখা, ‘‘আমিও একজন বাবা এবং ভাই। আপনাদের নিরাপত্তা আমার কাছে গুরুত্বপূর্ণ। স্বাচ্ছন্দ্যে সফর করুন।’’ অটোর ভিতরে চালকের বার্তাটি পড়ার পর তরুণী জানান তিনি নিশ্চিন্ত ও নিরাপদ বোধ করছেন। রাতের সফরে মহিলাদের নিরাপত্তার জন্য চালকদের এই রকম পদক্ষেপের প্রয়োজনীয়তা আছে বলে মত প্রকাশ করেছেন অনেকেই।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে অটোচালকের মানসিকতার প্রশংসা করেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘নিউজ়অ্যালজ়েব্রা’ নামের একটি সংবাদমাধ্যমের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর অটোচালকের দায়িত্ব ও সহানুভূতিশীল আচরণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। ১০ হাজারের বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োয়।

Advertisement
আরও পড়ুন