viral video

হেলিকপ্টার অতীত, বন্যাদুর্গতকে উদ্ধারে হাজির চালকবিহীন ড্রোন! প্রাণ বাঁচল প্রযুক্তির ব্যবহারে, রইল ভিডিয়ো

গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতে চিনের গুয়াংজং এলাকার রংজিয়াং শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়। শহর জুড়ে চলে উদ্ধার অভিযান। অনেককেই শহর থেকে সরিয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে প্রশাসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১১:৩৯
drone rescued a man trapped in flood

ছবি: সংগৃহীত।

বন্যার জলে আটকে পড়া দুর্গতকে উদ্ধার করতে হেলিকপ্টার নয়, ব্যবহার করা হল ড্রোন। একটি বাড়ির ছাদ থেকে বিশাল এক ড্রোনের সাহায্যে উড়িয়ে এনে নিরাপদ স্থানে রাখা হল এক ব্যক্তিকে। অভিনব এই ঘটনা ঘটেছে চিনে। দক্ষিণ চিনের গুয়াংজি অঞ্চলে বন্যাকবলিত এলাকা থেকে মানুষকে উদ্ধারের জন্য এই প্রযুক্তি ব্যবহার করছে প্রশাসন। বন্যাকবলিত এলাকায় সেই উদ্ধারকাজের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রচুর মানুষ দেখেছেন সেই ভাইরাল ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত নদীতীরবর্তী শহর রংজিয়াং। প্রায় তিন লক্ষ মানুষ বাস করেন সেই শহরে। গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সপ্তাহের শুরুতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে রংজিয়াং প্লাবিত হয়েছিল। এর ফলে ছ’জন মারা গিয়েছিলেন এবং ৮০ হাজারের বেশি বাসিন্দা তাঁদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। শহর জুড়ে চলছে উদ্ধার অভিযান। প্রচুর মানুষকেই শহর থেকে সরিয়ে অপেক্ষাকৃত উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

‘লি জ়েক্সিন’ নামের এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ঠিক সিনেমার মতো এক দৃশ্য। বিশাল এক ড্রোনের সঙ্গে ঝুলছেন এক ব্যক্তি। তাঁকে আকাশপথে উড়িয়ে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হচ্ছে। ভিডিয়োর তথ্য বলছে ড্রোনটি ১০০ কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় আড়াই লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন