viral video

বিলাসবহুল হোটেলে আছড়ে পড়ল রাগী ‘রাগাসা’! ভেসে গেলেন কর্মীরা, ঘূর্ণিঝড়ের ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

রাগাসার তাণ্ডবে বিলাসবহুল ফুলারটন ওশান পার্ক হোটেলের কাচের দরজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দরজা দিয়ে প্রবল বেগে জল ঢুকতে শুরু করে। হোটেলের লবিতে জল ঢুকে প্লাবিত হয়ে পড়ে একতলাটি। ঝড়ের দাপটে কর্মীরা থরহরি কম্প।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৭
Typhoon Ragasa smashed the glass doors of the five-star hotel

ছবি: সংগৃহীত।

সুপার টাইফুন ‘রাগাসা’। ভয়ানক সামুদ্রিক ঝড়ের তাণ্ডবে বেসামাল চিন, তাইওয়ান, ফিলিপিন্সের মতো ভারত-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি। তাইওয়ান ও ফিলিপিন্সে ধ্বংসলীলা চালিয়ে সুপার টাইফুন ‘রাগাসা’ এখন দক্ষিণ চিন এবং হংকঙে আছড়ে পড়েছে। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকার নানা ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদেরই একটিতে ধরা পড়েছে ভয়াবহ দৃশ্য। হংকঙের একটি বিলাসবহুল হোটেল চুরমার হয়ে গিয়েছে ‘রাগাসা’র আক্রোশে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ‘রাগাসা’র তাণ্ডবে বিলাসবহুল ফুলারটন ওশান পার্ক হোটেলের কাচের দরজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দরজা দিয়ে প্রবল বেগে জল ঢুকতে শুরু করে। হোটেলের লবিতে জল ঢুকে প্লাবিত হয়ে পড়ে একতলাটি। ঝড়ের দাপটে কর্মীরা থরহরিকম্প। হু হু করে সমুদ্রের জল ঢুকে পড়ে বিনা বাধায়। ঢেউয়ের মতো জলের তোড়ে ভেসে যান হোটেলের এক কর্মী। কোনও ক্রমে আসবাব ধরে নিজেকে রক্ষা করেন অন্য এক জন। ‘কিংকং৯৮৮৮’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘এমন প্রাকৃতিক দুর্যোগ আগে তেমন দেখা যায়নি।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই ৯ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রচুর মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে টাইফুন ‘রাগাসা’র দাপটে দক্ষিণ চিনের বিস্তীর্ণ অংশে জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে। বন্ধ স্কুল-কলেজ। হংকঙের প্রায় সব বিমান বাতিল করা হয়েছে। উড়ে গিয়েছে বাড়িঘরও। ঝড়ের দাপটে গাছ ভেঙে হংকঙে অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে খবর। জখম আরও ৮০ জন।

Advertisement
আরও পড়ুন