viral video

‘আগুন’ নিয়ে খেলতে গেলেন তরুণ, স্পিটিং কোবরাকে হাত দিয়ে তুলে ধরতেই ঘটল ভয়ানক বিপত্তি! ভিডিয়ো প্রকাশ্যে

সাপের কথা শুনলেই আমরা বেশির ভাগ মানুষ আঁতকে উঠি। সেখানে ওই তরুণকে নির্ভয়ে কুচকুচে কালো একটি স্পিটিং কোবরার আক্রমণের মুখোমুখি হতে দেখা গেল ভিডিয়োয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৪
young man attacked by spitting cobra

ছবি: এক্স থেকে নেওয়া।

গোখরো নামটা শুনলেই শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায় যে কারওরই। এই গোখরো আবার যে-সে গোখরো নয়। আফ্রিকার বাসিন্দা স্পিটিং কোবরা। ছোবলের বদলে থুতু ছিটিয়ে শরীরে পক্ষাঘাত তৈরি করে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে ভয়ঙ্কর এই সাপটির। সেই সাপের সঙ্গে ছেলেখেলা করা মানে আগুন নিয়ে খেলা। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেখানে এক তরুণকে স্পিটিং কোবরার মুখোমুখি হতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সাপের কথা শুনলেই আমরা বেশির ভাগ মানুষ আঁতকে উঠি। সেখানে ওই তরুণকে নির্ভয়ে কুচকুচে কালো একটি স্পিটিং কোবরার আক্রমণের মুখোমুখি হতে দেখা গেল ভিডিয়োয়। মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণ কোবরাটিকে হাতে ধরে রেখেছেন। মুখ ঘোরাতেই আচমকা সাপটি তরুণের চোখ লক্ষ্য করে তীব্র বেগে বিষাক্ত থুতু ছিটিয়ে দেয়। রোদচশমা থাকায় বিষটি সরাসরি তরুণের চোখে ছিটকে পড়েনি। ভয়ে তরুণ মাথা সরিয়ে নেন। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।

ইনস্টাগ্রামের ‘র‌্যাংলার_বুশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। হাজার হাজার মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রচুর নেটাগরিক ভিডিয়োটি দেখে লাইক ও শেয়ার করেছেন। কয়েকশো মন্তব্য জমা হয়েছে পোস্টে। এক জন লিখেছেন, ‘‘প্রাণের মায়া একেবারেই নেই।’’ অন্য এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আগুন নিয়ে খেলতে নেমেছেন তরুণ।’’

Advertisement
আরও পড়ুন