viral video

চুরি করতে এসে এগ্‌জ়স্টের গর্তে আটকে গেল চোরবাবাজি! উদ্ধার করলেন গৃহকর্তাই, ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে

ফাঁকা বাড়ি পেয়ে রান্নাঘরের এগ্‌জ়স্টের গর্ত দিয়ে ঢুকে চুরি করতে গিয়েছিল চোর। তাতেই নাকালের একশেষ। আটকে গিয়ে দেওয়ালেই ঝুলল চোর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১৭:২৯
a man who allegedly broke into a house to steal ended up trapped

ছবি: সংগৃহীত।

চুরি করতে এসে রান্নাঘরের এগ্‌জ়স্টেই আটকে রইল চোরবাবাজি। প্রায় এক ঘণ্টা ধরে ওই ভাবে হেঁটমুণ্ড হয়ে ঝুলে থাকল চোর। বাড়ির লোকজন এসে পা ধরে টেনে নামায় চোরকে। গত ৩ জানুয়ারি রাজস্থানের কোটার একটি বাড়িতে চুরি করতে ঢুকে পড়েন এক তরুণ, এমনটাই অভিযোগ। সেই নাটকীয় দৃশ্যটি ধরা প়ড়েছে ক্যামেরায়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ রান্নাঘরের এগ্‌জ়স্টের মধ্যে আটকে গিয়েছেন। বেকায়দায় তাঁর শরীরের অর্ধেক অংশ আটকে যায় গর্তে। তাঁকে উদ্ধার করতে দু’জন ব্যক্তিকে বেশ বেগ পেতে হয়। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ৩ জানুয়ারি সুভাষ কুমার রাওয়াতের বাড়িতে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। ওই দিন বাড়ির সকলে একটি মন্দিরে গিয়েছিলেন। পরের দিন রাত ১টা নাগাদ সুভাষের স্ত্রী বাড়ি ফিরে মূল দরজার তালা খুলে দেন। হঠাৎ রান্নাঘরের দিকে চোখ পড়তেই আঁতকে ওঠেন তিনি। দেখেন, রান্নাঘরের এগ্‌জ়স্টের মাঝপথে আটকে আছেন এক ব্যক্তি। তাঁর শরীরের কিছু অংশ ঘরের ভেতরে এবং বাকি অংশ বাইরে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বাড়িতে ঢোকার জন্য দেওয়ালের গর্ত ভেদ করার চেষ্টা করছিল। দুর্ভাগ্যবশত সে সেখানে আটকে যায়। শব্দ শুনে তার এক সহযোগী তাকে উদ্ধার না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ওই ভাবেই সেখানে ঝুলতে থাকে চোর। সন্দেহ এড়াতে অভিযুক্ত ব্যক্তি পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে করে এসেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হেফাজতে নেয়। পালিয়ে যাওয়া সহযোগীকে খুঁজে বার করার জন্য এবং এলাকার অন্যান্য চুরির ঘটনায় অভিযুক্তের যোগ আছে কি না তা খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে রিপোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই কয়েক হাজার বার ভিডিয়োটি দেখা হয়েছে। প্রচুর লাইক, কমেন্ট জমা পড়েছে তাতে। ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘যেমন কর্ম তেমন ফল।’’

Advertisement
আরও পড়ুন