viral video

শহরে হানা দিল আমাজ়নের রাজা! জনবহুল এলাকায় রাক্ষুসে সাপ দেখে থমকে গেলেন স্থানীয়েরা, ভাইরাল ভিডিয়ো

জনবহুল রাস্তায় বিশাল চেহারা নিয়ে মন্থর গতিতে এগিয়ে যাচ্ছে একটি অ্যানাকোন্ডা। গায়ে ছোপ ছোপ দাগ। সাপটিকে দেখে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েন চালকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩
an anaconda crawling in busy road in Brazil

—প্রতীকী ছবি।

ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে মস্ত এক সাপ। জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে সে। হেলেদুলে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে আমাজ়নের রাজা। পেল্লায় সাপ দেখে স্থির হয়ে গেলেন পথচলতি মানুষ। এমনই এক হাড় হিম করা দৃশ্যের সাক্ষী রইলেন ব্রাজ়িলের বাসিন্দারা। দিনের আলোয় একটি অ্যানাকোন্ডাকে জনবসতি এলাকায় ঢুকে পড়তে দেখে হইচই পড়ে যায় এলাকায়। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জনবহুল রাস্তায় বিশাল চেহারা নিয়ে মন্থর গতিতে এগিয়ে চলেছে একটি অ্যানাকোন্ডা। গায়ে ছোপ ছোপ দাগ। সাপটিকে দেখে রাস্তায় গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়েন গাড়িচালকেরা। পথচারীরাও রাস্তার এক পাশে দাঁড়িয়ে চুপচাপ সাপটির চলে যাওয়ার অপেক্ষা করতে থাকেন। সাপটি নজরে আসতেই তাঁদের মধ্যে হইচই পড়ে যায়। কেউ কেউ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, “ব্রাজ়িলে আপনাকে স্বাগত।” তবে ঘটনাটি কোন শহরে বা কবে ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি ভিডিয়োয়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। জনবসতির মধ্যে দিয়ে সাপটিকে যেতে দেখে আতঙ্কিত বোধ করেছেন নেটাগরিকেরা। প্রায় ১০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। দৈত্যাকার সাপটিকে দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, “চোখের সামনে এত বড় সাপ দেখলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে বাধ্য।’’ অন্য এক জন লিখেছেন, “ব্রাজ়িলের আতঙ্ক এ বার শহরে।’’

Advertisement
আরও পড়ুন