viral video

১২০ কিমি বেগে বইছে বাতাস, রাস্তা পেরোতে গিয়ে ‘উড়ে’ই গেলেন তরুণী! বরাতজোরে প্রাণরক্ষা, ভিডিয়ো প্রকাশ্যে

গাড়ির ড্যাশক্যামে তোলা ফুটেজে দেখা গিয়েছে, প্যান্ট ও শার্ট পরা এক তরুণী কাঁধে ব্যাগ নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। হাওয়ার গতিবেগে এত বেশি ছিল যে হাঁটতে গিয়ে পা দু’টিকেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১২:৩২
woman blown and pushed into a busy crossing by strong breeze

ছবি: সংগৃহীত।

রাস্তায় হাঁটতে গিয়ে ঝোড়ো হাওয়ার দাপটে কয়েক মিটার দূরে গিয়ে পড়লেন এক তরুণী। একটি ট্রাফিক সিগন্যালের কাছে ফুটপাতে হাঁটছিলেন তিনি। ১২০ কিলোমিটার বেগে হাওয়া বইছিল সেখানে। সেই ঝড়ের ঝাক্কায় রাস্তায় গাড়ির সামনে পড়ে গিয়ে বরাতজোরে বাঁচলেন ওই তরুণী। নিউ জ়িল্যান্ডের ওয়েলিংটনের সেই ঘটনারই একটি ভিডিয়ো একটি গাড়ির ড্যাশক্যামে ধরা পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে। ড্যাশক্যামে তোলা ফুটেজে দেখা গিয়েছে, প্যান্ট ও শার্ট পরা এক তরুণী কাঁধে ব্যাগ নিয়ে ফুটপাত দিয়ে হেটে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন। হাওয়ার গতিবেগ এত বেশি ছিল যে হাঁটতে গিয়ে নিজের পা দু’টিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি তরুণী। ঝোড়ো হাওয়া তাঁকে ঠেলে রাস্তায় ফেলে দেয়। পা ঘষে ঘষে নিজেকে আটকানোর চেষ্টা করলেও সফল হননি তরুণী। মাঝরাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যান তিনি। কাঁধের ব্যাগটিও হাওয়ার চোটে দূরে উড়ে গিয়ে পড়ে। সেই সময় সিগন্যালের দিকে আসা দু’টি গাড়ি সময় মতো ব্রেক কষে। ফলে গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে যান তিনি।

ভিডিয়োটি ‘অ্যাকুওয়েদার’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকদের একাংশের মতে তরুণী ভাগ্যের জোরে প্রাণে বেঁচেছেন। অনেকে এই ধরনের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন মন্তব্য বি‌ভাগে। এক জন মন্তব্য করেছেন, ‘‘মনে রাখবেন, বাতাসের সঙ্গে লড়াই করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হল মাটিতে বসে থাকা বা হাঁটু গেড়ে বসে পড়া।’’

Advertisement
আরও পড়ুন