viral video

কোহিনুর ‘চুরি’ করে ব্রিটিশ জাদুঘরে প্রদর্শনী! দেশের সম্পদ হাতানোর ‘বদলা’ নিলেন ভারতীয়, প্রকাশ্যে ভিডিয়ো

জাদুঘরে বেড়াতে গিয়ে এক পর্যটক সেখানে থাকা দানবাক্সের দিকে নজর আকৃষ্ট করার চেষ্টা করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১০:৪০
someone from India had put Rs 10 in the British Museum\\\'s donation

ছবি: সংগৃহীত।

বিখ্যাত কোহিনুর হিরে, যার মালিকানা নিয়ে চরম বিতর্ক রয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে। বর্তমানে ব্রিটিশ মিউজ়িয়ামে শোভাবর্ধন করছে এই হিরেটি। বহু বছর ধরে জাদুঘরের প্রদর্শনীতে স্থান পেয়েছে এই বিশ্বখ্যাত হিরেটি। আর সেই হিরে ও ব্রিটিশ মিউজ়িয়ামকে ঘিরেই সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে জাদুঘরের দানবাক্সে কোনও ভারতীয় একটি দশ টাকার নোট দান করে গিয়েছেন। সেই দৃশ্য দেখে সমাজমাধ্যমে উঠেছে হাসির রোল। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাদুঘরে বেড়াতে গিয়ে এক পর্যটক সেখানে থাকা দানবাক্সের দিকে নজর আকৃষ্ট করার চেষ্টা করেছেন। দানবাক্সে লেখা আছে, ব্রিটিশ মিউজিয়ামে স্বাগতম। ন্যূনতম প্রস্তাবিত অনুদান পাঁচ পাউন্ড। এই দান জাদুঘরের উন্নতিতে কাজে লাগানো হয়। কাচের স্বচ্ছ বাক্সে নানা মূল্যের পাউন্ডের নোট পড়ে রয়েছে। তারই মাঝে নজর কাড়ছে ভারতীয় দশ টাকার একটি নোট।

‘চিরায়ু_এম’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘অবশেষে কেউ কোহিনুরের প্রতিশোধ নিল।’’ ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখে নানা রকম প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োতে ২ লক্ষ ৪০ হাজার লাইক পড়েছে। পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘সারা বিশ্ব থেকে জিনিসপত্র চুরি করে, আবার অনুদান চাইছে, কেবল ব্রিটিশরাই এটা করতে পারে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘চুরি থেকে ভিক্ষাবৃত্তি।’’

Advertisement
আরও পড়ুন