Uttar Pradesh

‘তুমি বিশ্বের সেরা মা’! সমাজমাধ্যমে ক্ষমা চেয়ে জীবন নিয়ে চরম সিদ্ধান্ত নিলেন তরুণী, প্রেমিক সম্পর্কেও দিলেন বড় ইঙ্গিত

ভিডিয়োয় তরুণীকে সরাসরি তাঁর প্রেমিকের নাম নিতে শোনা গিয়েছে। প্রেমিকের জন্যই এই চরম পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য দায়ী করছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৬:৪২
woman died after apologies to her mother

—প্রতীকী ছবি।

চার বছর ধরে চেনা প্রেমিক হঠাৎ করেই অচেনা হয়ে গিয়েছেন। সেই প্রেমিক তাঁর জীবন নিয়ে খেলা করেছেন, এই অভিযোগ করে নিজেকে শেষ করলেন এক তরুণী। আত্মহত্যার আগে তিনি একটি ভিডিয়ো রেকর্ড করে এক্স হ্যান্ডলে প্রকাশ করেন। সেখানে মায়ের কাছেও তিনি শেষ বারের মতো ক্ষমা চেয়ে নেন। তার পর তিনি আত্মহননের পথ বেছে নেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরসের। দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসাবে সেই ভিডিয়োটি প্রকাশ করা থেকে বিরত থাকল আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় তরুণীকে সরাসরি তাঁর প্রেমিকের নাম নিতে শোনা গিয়েছে। প্রেমিকের জন্যই এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন বলেও জানিয়েছেন তিনি। তরুণী এ-ও জানান যে, কখনও জীবন শেষ করতে চাননি। কিন্তু তাঁর কাছে আর কোনও বিকল্প নেই। প্রেমিককে উদ্দেশ করে তাঁর জীবন নিয়ে ছেলেখেলার অভিযোগও তোলেন তরুণী। ভিডিয়োয় তরুণীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। আমি কখনওই এটা করতে চাইনি, কিন্তু তোমার জন্য আমাকে এটা করতে হচ্ছে। তোমার পরিবার কি তোমাকে কারও জীবন নিয়ে খেলা না করার শিক্ষা দেয়নি? আমি চলে যাচ্ছি। কিন্তু যদি সামান্যতম মানবতা এখনও বেঁচে থাকে, তা হলে তোমাকেও রেহাই দেওয়া হবে না।’’

ভিডিয়োর শেষ দিকে তরুণী আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি তাঁর মাকে ‘বিশ্বের সেরা মা’ বলে উল্লেখ করেন। এই জীবনে তাঁর জন্য মা যা কিছু করেছেন তার জন্য ধন্যবাদ জানান। নিজের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে তরুণীকে ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, ‘‘আমি দুঃখিত, মা। তুমি পৃথিবীর সেরা মা।’’ ভিডিয়োটি এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রচুর প্রতিক্রিয়াও জমা হয়েছে মন্তব্য বিভাগে।

Advertisement
আরও পড়ুন