Ebo Noah

মহাপ্লাবনের ভবিষ্যদ্বাণী করে হাতকড়া জুটল ‘ধর্মগুরু’র, আতঙ্ক ও অস্থিরতা ছড়ানোর অভিযোগে গ্রেফতার ‘আধুনিক নোয়া’!

সমাজমাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে এসে ইবো বেশ কয়েক দিন ধরেই প্রচার করেছিলেন তাঁর নিজস্ব ‘বাণী’। দাবি করেছিলেন, ২৫ ডিসেম্বর মহাপ্লাবন এসে ভাসিয়ে নিয়ে যাবে জগৎসংসার। যদিও সেই ভবিষ্যদ্বাণী ব্যর্থ হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১২:২২
Ghana police arrested self-proclaimed prophet

ছবি: সংগৃহীত।

ভুয়ো ভবিষ্যদ্বাণী করে বিপাকে পড়লেন ঘানার স্বঘোষিত ধর্মপ্রচারক। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মহাপ্লাবনের ভবিষ্যদ্বাণী করার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে। বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর দায়ে ঘানা পুলিশ এ বার গ্রেফতার করল ইবো এনোককে। ঘানা পুলিশের বিশেষ সাইবার ভেটিং টিম নোয়াকে গ্রেফতার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। পুলিশি হেফাজতে হাতকড়া পরা অবস্থায় স্বঘোষিত ধর্মপ্রচারকের ছবি সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে এসে ইবো বেশ কয়েক দিন ধরেই প্রচার করেছিলেন তাঁর নিজস্ব ‘বাণী’। দাবি করেছিলেন, ২৫ ডিসেম্বর মহাপ্লাবন এসে ভাসিয়ে নিয়ে যাবে জগৎসংসার। যদিও সেই ভবিষ্যদ্বাণী ব্যর্থ হয়েছে। প্লাবন কেন, বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের আভাসও মেলেনি ওই দিন। পৃথিবীর শেষ সম্পর্কে ভবিষ্যদ্বাণী না ফললেও নিজের অবস্থান থেকে একচুল নড়তে রাজি হননি ইবো। উল্টে জোর গলায় দাবি তুলেছেন পৃথিবীর ধ্বংস নিয়ে। দাবি করেছিলেন, মহাপ্রলয় অবশ্যম্ভাবী, কেবলমাত্র তার বিলম্ব ঘটেছে। কারণ সর্বশক্তিমান ঈশ্বরের নাকি তেমনটাই ইচ্ছে।

মহাপ্রলয় থেকে মানবজাতিকে বাঁচানোর জন্য ঈশ্বর তাঁকে নৌকো তৈরিরও নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছিলেন ইবো। তিনি এই জাতীয় ১০টি নৌকো তৈরি করেছিলেন। সেই সমস্ত কার্যকলাপের ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তেই আতঙ্কে ভুগতে শুরু করেন বহু মানুষ। ইবোর ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। কিছু নেটাগরিক তাঁকে প্রতারক বলেও চিহ্নিত করেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, ঘানা প্রশাসন ভুয়ো ভবিষ্যদ্বাণীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়।

Advertisement
আরও পড়ুন