Viral Video

গাড়ি চালাতে চালাতে ল্যাপটপে কাজ! পুলিশ জরিমানা করলেও ‘অফিসশ্রী’ উপাধি দিল সমাজমাধ্যম

ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছেন এক তরুণী। কিন্তু তাঁর নজর রয়েছে ল্যাপটপের স্ক্রিনের দিকে। এক হাত গাড়ির স্টিয়ারিং-এ রেখে অন্য হাতে ল্যাপটপ ধরে রেখেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক হাত স্টিয়ারিং-এ, অন্য হাতে ল্যাপটপে। অফিসের কাজ করতে করতেই গাড়ি চালাচ্ছেন এক তরুণী। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট হতেই তা নজর কাড়ে পুলিশের। অসাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর জন্য তরুণীর কাছে জরিমানা আদায় করে পুলিশ। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ডিসিপি ট্র্যাফিক নর্থ, বেঙ্গালুরু’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ব্যস্ত রাস্তায় গাড়ি চালাচ্ছেন এক তরুণী। কিন্তু তাঁর নজর রয়েছে ল্যাপটপের স্ক্রিনের দিকে। এক হাত গাড়ির স্টিয়ারিং-এ রেখে অন্য হাতে ল্যাপটপ ধরে রেখেছেন তিনি।

গাড়ি চালাতে চালাতে কোলের উপর ল্যাপটপ রেখে অফিসের কাজ করছেন তিনি। বেঙ্গালুরুতে এই ঘটনাটি ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করলে তা নজর কাড়ে বেঙ্গালুরু পুলিশের। সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ। অসাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর জন্য তাঁর কাছে জরিমানা ধার্য করে পুলিশ। ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘তরুণীকে তো বর্ষসেরা কর্মী হিসাবে ‘অফিসশ্রী’ উপাধি দেওয়া উচিত।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বাড়ি থেকে কাজ করার সুবিধা দেওয়া হয়েছে। সেখান থেকে করাই ভাল। অকারণে নিজের প্রাণের ঝুঁকি নেওয়ার কোনও অর্থ নেই।’’

Advertisement
আরও পড়ুন