Dubai

চলতি বছরে বিয়ে করলেই মিলবে ১২.৫ লক্ষ টাকা! কর্মীদের জন্য ঘোষণা সংস্থার মালিকের, হইচই নেটপাড়ায়

চলতি মাসের শুরুতে হাবতুর ঘোষণা করেন, এ বছর বিয়ে করতে ইচ্ছুক কর্মীদের ৫০,০০০ দিরহাম (প্রায় ১২.৫ লক্ষ টাকা) অনুদান হিসাবে দেবেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:১৯
Billionaire from Dubai announces 12.5 Lakh rupees marriage grant for company employees

—প্রতীকী ছবি।

চলতি বছরে বিয়ে করলেই মিলবে ১২.৫ লক্ষ টাকার ‘অনুদান’। কর্মীদের জন্য তেমনটাই ঘোষণা করলেন দুবাইয়ের এক বিত্তশালী ব্যবসায়ী! দুবাইয়ের ওই বিত্তশালী ব্যবসায়ীর নাম খালাফ আহমদ আল হাবতুর। আল হাবতুর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান তিনি। চলতি মাসের শুরুতে হাবতুর ঘোষণা করেন, এ বছর বিয়ে করতে ইচ্ছুক কর্মীদের ৫০,০০০ দিরাম (প্রায় ১২.৫ লক্ষ টাকা) অনুদান হিসাবে দেবেন তিনি। সন্তানের জন্মের পর দু’বছরের মধ্যে আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে। তবে ওই কর্মীকে হতে হবে আরব আমিরশাহির বাসিন্দা। পরিবার গঠনের গুরুত্বের উপর জোর দিয়ে কর্মীদের সহায়তার জন্যই তিনি ওই ‘বিবাহ অনুদান’ চালু করছেন বলেও জানিয়েছেন হাবতুর।

Advertisement

সমাজমাধ্যমে একটি পোস্ট করে ওই ঘোষণা করেন হাবতুর। সেই পোস্টে তিনি মন্তব্য করেন, বিয়ে এবং সন্তানের জন্ম দেওয়া কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং তা ‘সামাজিক এবং জাতীয় দায়িত্ব’। কারণ, এর মাধ্যমেই দেশ গড়ে ওঠে এবং সম্প্রদায়গুলি টিকে থাকে। ইতিমধ্যেই জনসংখ্যা বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য সরকার বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। সেগুলিকে সমর্থন করে হাবতুর জানান, বিয়ে এবং সন্তানধারণকে উৎসাহিত করার জন্যই সংস্থার তরুণ কর্মীদের অর্থসাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হাবতুর ওই পোস্টে লিখেছেন, ‘‘আমি আল হাবতুর গোষ্ঠীতে কর্মরত আমিরশাহির প্রত্যেক তরুণ-তরুণীকে জানাচ্ছি, তাঁরা এ বছর বিয়ে করার সিদ্ধান্ত নিলে তাঁদের প্রত্যেককে পঞ্চাশ হাজার দিরহাম আর্থিক সহায়তা দেওয়া হবে। পরবর্তী দু’বছরের মধ্যে জন্মগ্রহণকারী প্রত্যেক সন্তানের জন্য এই সহায়তা দ্বিগুণ করা হবে।’’ ৭৭ বছর বয়সি হাবতুর ব্যাখ্যা করেছেন, পরিবারের গুরুত্ব সম্পর্কে তাঁর নিজস্ব বিশ্বাস থেকে এই অনুদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হাবতুরের সেই ঘোষণার পরেই সমাজমাধ্যমে হইচই পড়েছে। নেটাগরিকদের অনেকে বিষয়টি নিয়ে মজার মজার মন্তব্য করলেও অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার মজা করে আশা প্রকাশ করেছেন হাবতুরের ওই সংস্থায় কাজ করার এবং আরব আমিরশাহির নাগরিকত্ব গ্রহণের।

আল হাবতুর গোষ্ঠীর পাশাপাশি ‘দুবাই ন্যাশনাল ইনশিয়োরেন্স অ্যান্ড রিইনশিয়োরেন্স কোম্পানি’রও চেয়ারম্যান হাবতুর। দুবাইয়ের ‘কমার্শিয়াল ব্যাঙ্ক’-এরও প্রাক্তন চেয়ারম্যান তিনি। ‘আল জালিলা ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টিজ়’-এর ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন