Bizarre

দু’বছর সম্পর্কে থাকার পর সন্দেহ! পরীক্ষা করতে বন্ধুকে প্রেমিকার সঙ্গে ‘প্রেম’ করতে বললেন তরুণ, তার পর…

কয়েক দিন আগে একটি কনসার্টে সেই তরুণের সঙ্গে আলাপও হয়েছিল লিসার। প্রেমিকের বন্ধুর সঙ্গে মেপে মেপে কথা বলছিলেন লিসা। কিন্তু সেই তরুণই কথোপকথনের সীমা অতিক্রম করে ফেলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৯:৫২

—প্রতীকী ছবি।

দু’বছর ধরে সম্পর্কে রয়েছেন। তবুও কোনও অশান্তি হয় না। এত সুখ-শান্তি সইল না তরুণের। প্রেমিকাকে সন্দেহ করে বসলেন তিনি। সুযোগ পেলে তাঁর প্রেমিকা হয় তো অন্য পুরুষের সঙ্গে গাঢ় সম্পর্ক বজায় রাখতে পারেন। প্রেমিকা আদৌ সম্পর্কে সৎ কিনা তা পরীক্ষা করে দেখতে চাইলেন তরুণ। এক বন্ধুকে নির্দেশ দিলেন তাঁর প্রেমিকার সঙ্গে দুষ্টুমিষ্টি কথা বলার। কিন্তু প্রেমিকার জবাব দেখে খেপে গেলেন তরুণ। তাঁদের সম্পর্কে ফাটল ধরে গেল।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম লিসা (নাম পরিবর্তিত)। তাঁর প্রেমিক ড্যানের (নাম পরিবর্তিত) সঙ্গে দু’বছর ধরে সম্পর্কে রয়েছেন লিসা। হঠাৎ লিসাকে সমাজমাধ্যমে এক অচেনা পুরুষ মেসেজ পাঠান। তাঁর সঙ্গে কথা বলে লিসা বুঝতে পারেন যে, তিনি ড্যানের বন্ধু। কয়েক দিন আগে একটি কনসার্টে সেই তরুণের সঙ্গে আলাপও হয়েছিল লিসার। প্রেমিকের বন্ধুর সঙ্গে মেপে মেপে কথা বলছিলেন লিসা।

কিন্তু সেই তরুণই কথোপকথনের সীমা অতিক্রম করে ফেলেন। লিসার রূপের প্রশংসা করতে শুরু করেন তিনি। লিসা ভদ্রতার খাতিরে শুধুমাত্র ধন্যবাদটুকু জানিয়ে সেই কথোপকথন এড়িয়ে যেতেন। কিন্তু সেই তরুণ হার মানার পাত্র নন। লিসাকে প্রেমে মাখোমাখো দুষ্টুমিষ্টি মেসেজ পাঠিয়ে যেতেন তিনি।

লিসার দাবি, ড্যান-ই নাকি তাঁর বন্ধুকে এই কাজ করতে বলেছিলেন। লিসাকে সন্দেহ করতেন ড্যান। লিসা তাঁর বন্ধুর মেসেজের উত্তর দিয়েছেন বলে তিনি সৎ নন। আড়ালে লিসা নাকি ড্যানকে ঠকিয়েছেন। এই নিয়ে দু’জনের মধ্যে গোল বাঁধে। লিসা নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন কিন্তু ড্যান কোনও কথা কানে তুলতেই রাজি নন। ড্যানের পাল্টা দাবি, লিসা দোষ করেছেন বলেই জোর গলায় কথা বলছেন। অন্য দিকে লিসা জানান, তিনি কোনও অচেনা পুরুষের সঙ্গে কথা বলেন না। অধিকাংশ ক্ষেত্রে তাঁদের সমাজমাধ্যমের পাতা থেকে ব্লকও করে দেন লিসা। কিন্তু ড্যানের এই পরীক্ষা তাঁর ভাল লাগেনি।

ড্যান নাকি লিসাকে বলেছেন, ‘‘আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি।’’ দু’জনের সম্পর্কে ফাটলও ধরে গিয়েছে। এই মুহূর্তে কী করা প্রয়োজন, তা জানতে চেয়ে নেটপাড়ার পরামর্শ চেয়েছেন লিসা। ‘আর/টুহটকেক্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় পোস্টও করেন তিনি। তবে, পরে পোস্টটি মুছে দেন তরুণী। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তুমি তোমার সম্মান বাঁচিয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাও। তোমার প্রেমিক তোমায় বিন্দুমাত্র ভরসা করে না। ভরসা ছাড়া কোনও সম্পর্ক টেকে না।’’

Advertisement
আরও পড়ুন