Viral Video

বিয়ের পর জোড়ায় প্রথম ছবি তুললেন প্রৌঢ় দম্পতি, একগাল হাসি নিয়ে দিলেন পোজ়ও

রাস্তায় এক প্রৌঢ় দম্পতির ছবি তুলতে ব্যস্ত রয়েছেন এক তরুণ। কখনও তিনি প্রৌঢ়ের চুল ঠিক করে দিচ্ছেন। কখনও আবার তাঁর হাত প্রৌঢ়ার কাঁধে তুলে রাখছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ০৯:৫২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভ্যানে বোঝাই করা মস্ত একটি ব্যাগ। প্রৌঢ় সেই ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছেন। ভ্যানের সামনের দিকে বসে রয়েছেন তাঁর স্ত্রী। রোজ সড়কপথে তিন ঘণ্টা ভ্যান চালিয়ে নিয়ে যান প্রৌঢ়। সন্ধ্যায় আবার সেই পথেই ফেরেন। তাঁদের সঙ্গে রাস্তায় দেখা হয় এক চিত্রগ্রাহকশিল্পীর। ক্যামেরায় তাঁদের ছবি তুলতে চান সেই চিত্রগ্রাহকশিল্পী। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘অক্কি_ভক্কি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় এক প্রৌঢ় দম্পতির ছবি তুলতে ব্যস্ত রয়েছেন এক তরুণ। কখনও তিনি প্রৌঢ়ের চুল ঠিক করে দিচ্ছেন। কখনও আবার তাঁর হাত প্রৌঢ়ার কাঁধে তুলে রাখছেন। ছবি তোলার আগে দম্পতিকে সমস্ত পোজ় বলে দিচ্ছেন ওই তরুণ।

তার পর সেই দম্পতিকে মিষ্টিমুখ করার অনুরোধ করে ক্যামেরার ছবিগুলি প্রিন্ট করিয়ে নেন তিনি। ছবিগুলি দম্পতির হাতে দিতেই লজ্জায় রাঙা হয়ে যায় তাঁদের মুখ। তরুণ প্রশ্ন করেন যে, শেষ কবে একসঙ্গে ওই দম্পতি ছবি তুলিয়েছিলেন? তরুণের প্রশ্ন শুনে প্রৌঢ়ার উত্তর, ‘‘এর আগে কখনও ছবি তুলিনি। এই প্রথম তুললাম।’’ তার পর মুখে একগাল হাসি নিয়ে স্বামীর দিকে তাকিয়ে তিনি বলেন, ‘‘আমরা যখন থাকব না, তখন আমাদের সন্তানেরা এই ছবি সকলকে দেখিয়ে বলবে ‘‘এই দেখুন, আমাদের বাবা-মা।’’’

ছবিগুলি নিয়ে তরুণকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন সেই দম্পতি। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে তরুণের এই আচরণের প্রশংসা করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘সাধারণত রাস্তায় ঘুরে ঘুরে চিত্রগ্রাহকশিল্পীরা তরুণীদের ছবি তুলতে বেশি আগ্রহী হন। সেই ভিডিয়োগুলি সমাজমাধ্যমে পোস্ট করেন। কিন্তু আপনি অন্য ভাবে কাজ করছেন দেখে খুব ভাল লাগল। এই ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল।’’

Advertisement
আরও পড়ুন