Wedding Viral Video

সাত পাকের সময় পাত্রীর সঙ্গে ঘুরছিলেন তিন বান্ধবী, অল্পের জন্য চার জনকে বিয়ে করা হল না যুবকের! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। সাত পাকে বাঁধা পড়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৪:০৭
Funny Video shows bride’s friends almost take phera with groom

পাত্রীর সঙ্গে সাত পাক ঘুরছিলেন তিন বান্ধবীও। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের মরসুম চলছে। অনেক বিয়ের অনুষ্ঠানেই অদ্ভুত এবং মজার সব ঘটনা ঘটে। কখনও অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হন বর-বধূ বা আত্মীয়স্বজনেরা, আবার কখনও তাঁদের কাণ্ডে হাসির ফোয়ারা ছোটে বিয়েবাড়ি জুড়ে। সে রকমই একটি বিয়েবাড়ির ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাত্রীর লেহঙ্গা ধরতে গিয়ে পাত্রের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে যাচ্ছিলেন পাত্রীর তিন বিদেশি বান্ধবীও। নিছক সাহায্য করতে গিয়ে পাত্রের সঙ্গে ‘বিয়ে’ হয়ে যাচ্ছিলও তাঁদেরও। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। সাত পাকে বাঁধা পড়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। পাত্রীর পরনে রয়েছে একটি লাল লেহঙ্গা-চোলি এবং ওড়না। গা ভর্তি গয়নাও পরে রয়েছেন তিনি। তাঁর ঠিক পিছনেই শেরওয়ানি এবং পাগড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন বর। সামনে আগুন জ্বালিয়ে সাত পাকে বাঁধা পড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু সেই রীতি শুরু হওয়ার পরে পাত্রী দেখেন, ভারী পোশাকের জন্য ঠিক ভাবে হাঁটতে পারছেন না তিনি। তখনই পাত্রীকে সাহায্য করতে এগিয়ে আসেন তাঁর তিন বিদেশি বন্ধু। কিন্তু সেই মিষ্টি মুহূর্তটি কয়েক সেকেন্ডের মধ্যেই ‘আতঙ্কে’ পরিণত হয়। সকলে দেখেন, পাত্রীর পাশাপাশি তাঁর তিন বন্ধুও পাত্রের সঙ্গে সাত পাক ঘুরছেন। তখনই এগিয়ে আসেন পুরোহিত। বিদেশিনীদের আটকান। কী ঘটতে চলেছে সেটা বোঝানোর পর তাঁরা সেখান থেকে সরে যান। বিষয়টি বুঝতে পেরে বর এবং কনে-সহ আগত অতিথিদের সকলেই হো হো করে হেসে ওঠেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘চৌধুরি.__.কনিষ্ক’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক মজা করে লিখেছেন, “ভাবুন তো পাত্র একই সঙ্গে ৪ জন স্ত্রী পাচ্ছিলেন। এই জন্য সব বুঝেও তিনি কাউকে আটকাননি।’’

Advertisement
আরও পড়ুন