Viral Video

গলায় চুইংগাম আটকে গিয়েছিল বালিকার, খুদের বিপদ বুঝে সাহায্য করে প্রাণ বাঁচালেন পথচারীরা, ভাইরাল ভিডিয়ো

চুইংগাম চিবোতে চিবোতে সাইকেল চালিয়ে অন্য দিকে যাচ্ছিল সেই বালিকা। আবার সাইকেল ঘুরিয়ে সেই পথে ফিরে গেল সে। পথচারীদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করল বালিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চুইংগাম চিবোতে চিবোতে সাইকেল চালাচ্ছিল এক বালিকা। কিন্তু কোনও ক্রমে তার গলায় চুইংগাম আটকে যায়। শ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার। কষ্ট থেকে বাঁচতে পথচারীদের কাছে সাহায্যে চাইল সে। বিপদ বুঝে বিশেষ পদ্ধতিতে বালিকার গলা থেকে চুইংগাম বার করলেন এক তরুণ পথচারী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইয়াসির মুশতাক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বালিকা সাইকেল নিয়ে রাস্তার এক ধারে দাঁড়িয়েছিল। রাস্তার অন্য ধারে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন কয়েক জন ব্যক্তি। সেখানে জড়ো হয়ে আড্ডা দিচ্ছিলেন পথচারীরা। চুইংগাম চিবোতে চিবোতে সাইকেল চালিয়ে অন্য দিকে যাচ্ছিল সেই বালিকা।

আবার সাইকেল ঘুরিয়ে সেই পথে ফিরে গেল সে। পথচারীদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করল বালিকা। আসলে, তার গলায় চুইংগাম আটকে গিয়েছিল। কথা বলতে পারছিল না সে। খুদের বিপদ বুঝে তার পিঠ এবং মাথা চাপড়ে, তাকে পিছন থেকে জড়িয়ে ধরে ফেললেন এক তরুণ। তার পর বালিকার পেটের উপর চাপ দিতে শুরু করেন তিনি।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিটি ‘অ্যাবডমিনাল থ্রাস্ট’ নামে পরিচিত। পেটে চাপ দেওয়ার ফলে গলায় কিছু আটকে থাকলে তা বাইরে বেরিয়ে যায়। শেষমেশ সফল হন তরুণ। পথচারীর সাহায্য নিয়ে প্রাণে বাঁচল সেই বালিকা। এই ঘটনাটি বৃহস্পতিবার কেরলের কান্নুরে পাল্লিক্কারা এলাকায় ঘটেছে। বালিকার বয়স আট বছর। পথচারীরা তাকে ভয়ানক বিপদ থেকে রক্ষা করেছেন দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন