viral video

‘বিয়ে করলে কবে?’ খান স্যরের বৌভাত অনুষ্ঠানে হাজির হয়ে প্রশ্ন লালু-পুত্র তেজস্বীর, বরের সপাট জবাব শুনে হাসির রোল

চুপিচুপি বিয়ে সারার ঘটনা নিয়ে মজার টিপ্পনী কাটেন লালু-পুত্র। খান স্যরও তার সমুচিত জবাব দেন। খান স্যরকে তাঁর বিয়ের তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করেন তেজস্বী, তার পরেই উত্তর ধেয়ে আসে তাঁর দিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৬:৫৮
han Sir\\\\\\\\\\\\\\\'s wedding reception

ছবি: সংগৃহীত।

বিয়ে করেছেন খান স্যর। দিন কয়েক আগে সমাজমাধ্যমে ও ছাত্র-ছাত্রীদের কাছে নিজের মুখেই স্বীকার করেছেন বিয়ের কথা। খ্যাতনামী ইউটিউবার ও শিক্ষক খান স্যরের বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হয়েছিল ২ জুন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথি তালিকায় ছিলেন লালুপ্রসাদ যাদবের ছেলে তথা আরজেডি নেতা এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও। সেই অনুষ্ঠানের খান স্যর ও তেজস্বীর মজার কথোপকথনের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে চুপিচুপি বিয়ে সারার ঘটনা নিয়ে মজার টিপ্পনী কাটেন লালু-পুত্র। খান স্যরও তার সমুচিত জবাব দেন। খান স্যরকে তাঁর বিয়ের তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করেন তেজস্বী, তার পরেই উত্তর ধেয়ে আসে তাঁর দিকে। খান স্যর বলে ওঠেন, ‘‘ভারত-পাকিস্তান সংঘাতের উত্তেজনার সময় বিয়ে সেরে ফেলেছি। আমি আপনার মডেলটি ঠিক অনুসরণ করেছিলাম, স্যর।’’ কারণ লালু-পুত্রও বিয়ে সেরেছিলেন হাতেগোনা কয়েক জন আত্মীয় ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই। এতে তেজস্বী এবং মঞ্চে উপস্থিত সকলের মধ্যে হাসির রোল পড়ে যায়। আরজেডি নেতা হাসতে হাসতে জবাব দেন বিয়ে যে ভাবেই হোক না কেন, অভ্যর্থনা সঠিক ভাবে হয়েছে।

এই ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। তেজস্বীর মতো অনাড়ম্বর ভাবে বিয়ে করেছেন খান স্যরও। বিয়ের দিন বর ও কনের পরিবার ছাড়া কেউ উপস্থিত ছিলেন না।

Advertisement
আরও পড়ুন