Uttar Pradesh

ট্রেনের বাতানুকূল কামরায় বসেও দরদর করে ঘামছিলেন, সেই ঘামই ধরিয়ে দিল কুখ্যাত তিন অপরাধীকে!

সন্দেহভাজনদের সঞ্জয় কুমার, বিনোদ কুমার এবং দিলীপ সাহু হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে সঞ্জয় এবং বিনোদ হরিয়ানার ও দিলীপ উত্তরপ্রদেশের বাসিন্দা। তিন জনের বিরুদ্ধেই একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৭:৪০
Rail police arrested three thief after seeing them sweating in AC coach of a train at Prayagraj Railway Station

—প্রতীকী ছবি।

ট্রেনের বাতানুকূল কামরায় বসেও দরদর করে ঘামছিলেন তিন যাত্রী। তাতেই বাড়ে সন্দেহ। আর ওই ঘাম দেখেই তিন অপরাধীকে গ্রেফতার করল পুলিশ। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশনে। ‘অপারেশন প্যাসেঞ্জার সিকিউরিটি’ উদ্যোগের অধীনে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসাবে জিআরপি এবং আরপিএফ-এর একটি যৌথ দল প্রয়াগরাজ স্টেশনে ওই কুখ্যাত অপরাধীদের গ্রেফতার করে।

Advertisement

সংবাদমাধ্যম ‘নিউজ়১৮’-এর প্রতিবেদন অনুযায়ী, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ট্রেন ও স্টেশন চত্বরে চুরির ঘটনা রোধ করার জন্য অভিযান চালাচ্ছিল রেলপুলিশের যৌথ বাহিনী। এমন সময় হাওড়া থেকে আসা একটি ট্রেনের বাতানুকূল কামরায় তিন জন যুবককে বসে থাকতে দেখেন তারা। উল্লেখযোগ্য ভাবে, শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় বসেও তিন জনেই প্রচুর ঘামছিলেন। বিষয়টি রেলপুলিশের আধিকারিকদের অস্বাভাবিক বলে মনে হয়। সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ওই তিন যুবকই দাবি করেন যে, গরমের কারণে ঘামছেন তাঁরা। কিন্তু তদন্তকারীরা দেখেন, ওই কামরায় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে কোনও ত্রুটি নেই। সঙ্গে সঙ্গে ওই তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেলপুলিশ। তল্লাশি চালিয়ে ওই তিন যুবকের থেকে ছ’টি মোবাইল, একটি সোনার আংটি এবং একটি নূপুর-সহ বেশ কয়েকটি চুরি যাওয়া জিনিসপত্রও উদ্ধার করা হয়।

পরে তদন্ত চালিয়ে সন্দেহভাজনদের সঞ্জয় কুমার, বিনোদ কুমার এবং দিলীপ সাহু হিসাবে চিহ্নিত করে পুলিশ। এর মধ্যে সঞ্জয় এবং বিনোদ হরিয়ানার ও দিলীপ উত্তরপ্রদেশের বাসিন্দা। তিন জনের বিরুদ্ধেই একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে।

Advertisement
আরও পড়ুন