viral video

মধ্যগগনে বেলুনে চড়ে জিমন্যাস্টিক্স! মুহূর্তের ভুলে যেতে পারত প্রাণ, প্রকাশ্যে ভয় ধরানো ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝ-আকাশে ভেসে যাচ্ছে কালো রঙের গরম বাতাসভরা বিশাল এক বেলুন। তা থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি বর্গাকার প্ল্যাটফর্ম। সেই পাটাতনে আটকানো আনুভূমিক লোহার দণ্ড। জিমন্যাস্টের পোশাক পরে সেই দণ্ড ধরে একের পর এক ডিগবাজি খাচ্ছেন রুশ তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৪:৪০
Russian performed gymnastics

ছবি: সংগৃহীত।

এক মুহূর্তের ভুলচুক হলেই তার খেসারত দিতে হতে প্রাণের বিনিময়ে। মাটি থেকে কয়েক হাজার ফুট উপরে উঠে স্টান্ট দেখিয়ে রেকর্ড গড়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করেছিলেন এক রুশ তরুণ। প্যারাসুট ছাড়া বেলুনে চড়ে শূন্যে স্টান্ট দেখালেন রাশিয়ার ৩০ বছরের জিমন্যাস্ট সের্গেই বয়েটসভ। দেড় হাজার মিটার উঁচুতে শূন্যে একটি বেলুন থেকে ঝুলন্ত একটি দণ্ডের সাহায্যে জিমন্যাস্টিক্স করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন তিনি। তা-ও আবার কোনও প্যারাসুট বা সুরক্ষা ব্যাবস্থা ছাড়াই। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাক লেগে গিয়েছে নেটাগরিকদের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘কলিন রাগ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝ-আকাশে ভেসে যাচ্ছে কালো রঙের গরম বাতাসভরা বিশাল এক বেলুন। তা থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি বর্গাকার চওড়া পাটাতন। সেই পাটাতনে আটকানো অনুভূমিক লোহার দণ্ড। জিমন্যাস্টের পোশাক পরে সেই দণ্ড ধরে একের পর এক ডিগবাজি খেতে দেখা গিয়েছে সের্গেইকে। স্টান্টটি শেষ করার পর তাঁর দাবি, এটি একটি বিশ্বরেকর্ড। প্যারাসুট ছাড়া ১ হাজার ৫০০ মিটার উচ্চতায় জিমন্যাস্টিক করে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন বলে দাবি। এই স্টান্টটি করার সময় তাঁর কোনও বিশেষ সুরক্ষার ব্যবস্থা ছিল না। অর্থাৎ যদি কিছু ভুল হয়ে যেত তা হলে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারত।

ভিডিয়োটি পোস্ট করার পর থেকে ৩০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রায় সাত হাজার নেটাগরিক ভিডিয়োটি পছন্দ করেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য বাক্সে।

Advertisement
আরও পড়ুন