viral video

নদীতে এঁকেবেঁকে সাঁতরাচ্ছে দানবীয় সরীসৃপ! ‘আমাজ়নের রাজা’র ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন উঠল নেটমাধ্যমে

আমাজ়নের গভীর জঙ্গলে হেলিকপ্টার থেকে তোলা অ্যানাকোন্ডার ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এত বড় সাপ দেখে কেউ কেউ হতবাক। আবার কেউ মনে করছেন ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৫:৫৮
a giant anaconda in the Amazon sparked debate

ছবি: সংগৃহীত।

আমাজ়নের প্রত্যন্ত জঙ্গলের দেখা মিলল বিশাল আকৃতির এক অ্যানাকোন্ডার। নদীর জলের উপর দিয়ে ভেসে যাচ্ছে দৈত্যাকার সাপটি। অবিশ্বাস্য তার দৈর্ঘ্য। হেলিকপ্টার থেকে ক্যামেরাবন্দি করা সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয়েছে। ভিডিয়োটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে নেটমাধ্যমে। একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

আমাজ়নের গভীর জঙ্গলে হেলিকপ্টার থেকে তোলা অ্যানাকোন্ডার ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এত বড় সাপ দেখে অনেকেই হতবাক। আবার কেউ মনে করছেন ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’পাশের ঘন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া চওড়া একটি নদীতে বিশাল অ্যানাকোন্ডা এঁকেবেঁকে সাঁতার কেটে যাচ্ছে। সেই ভিডিয়ো দেখে কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী দাবি করেছেন, ভিডিয়োটি আসল নয়। এটি এআই অথবা ‘কম্পিউটার জেনারেটেড ইমেজারি’ ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি উঠেছে। আবার অনেকে মনে করছেন ভিডিয়োয় ক্যামেরার জুম এবং অ্যাঙ্গেল এতটাই নিখুঁত যে আসল না নকল তা বোঝা মুশকিল। ভিডিয়োয় এমন কোনও তথ্য নেই, যা থেকে ভিডিয়োটি কোথায় এবং কখন তৈরি করা হয়েছিল তা খুঁজে পাওয়া যেতে পারে। ‘শীতল২২৪২’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি প্রায় ৯ লক্ষ বার দেখা হয়েছে।

গত বছর আমাজ়নেরই আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। সেই ভিডিয়োয় একটি বিশাল অ্যানাকোন্ডাকে ধীরে ধীরে একটি হ্রদের এ পার থেকে ও পারে চলে যেতে দেখা গিয়েছিল। একদল পর্যটক সেই দৃশ্য চাক্ষুষ করেছিলেন।

Advertisement
আরও পড়ুন