Viral Video

মদে চুর হয়ে হাজির চালক! বাধ্য হয়ে তাঁকে পিছনে বসিয়ে নিজেই অ্যাপ বাইক চালালেন তরুণ, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অ্যাপ বাইক চালাচ্ছেন এক তরুণ। তাঁর গায়ে ধোপদুরস্ত জামাকাপড়। মাথায় হেলমেট। আর বাইকের পিছনে বসে এক মধ্যবয়স্ত ব্যক্তি। তাঁর মাথায় টুপি। হেসেই চলেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩০
Video claims customer drove the app bike as driver was drunk, company responds

ছবি: ইনস্টাগ্রাম।

মদ খেয়ে চুর। সে অবস্থাতেই তরুণকে পিকআপ করতে হাজির অ্যাপ বাইকের চালক! চালকের হাল দেখে তাঁকে আর বাইক চালাতে দিলেন না তরুণ। উল্টে চালককে পিছনে বসালেন তিনি। গন্তব্যে পৌঁছোলেন নিজে নিজে বাইক চালিয়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে সমাজমাধ্যমে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিবৃতি জারি করেছে ওই অ্যাপ বাইক সংস্থা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, অ্যাপ বাইক চালাচ্ছেন এক তরুণ। তাঁর গায়ে ধোপদুরস্ত জামাকাপড়। মাথায় হেলমেট। বাইকের পিছনে বসে এক মধ্যবয়স্ত ব্যক্তি। তাঁর মাথায় টুপি। হেসেই চলেছেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, বাইকের পিছনে বসে থাকা ওই ব্যক্তিই আসলে অ্যাপ বাইকের চালক। কিন্তু তিনি মদ্যপ অবস্থায় থাকার কারণে তরুণ গ্রাহক নিজেই বাইক চালানোর সিদ্ধান্ত নেন।

৭ সেকেন্ডের ভিডিয়োটি ‘সুজল_কালে_’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন তরুণ নিজেই। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষাধিক বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। প্রতিক্রিয়া জানিয়েছে ওই অ্যাপ বাইক সংস্থাও। ওই চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়েছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন