Viral Video

মার্কিন হামলায় ধ্বংস মাদকবোঝাই জাহাজ! ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্টের দিকেও আঙুল তুললেন ট্রাম্প, ভাইরাল ভিডিয়ো

বিষয়টি নিয়ে ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিকেও আঙুল তুলেছেন ট্রাম্প। তাঁর দাবি, মাদুরোর সঙ্গে যোগ থাকা মাদক সন্ত্রাসীরা আন্তর্জাতিক জলসীমান্ত দিয়ে আমেরিকায় মাদক পাচারের চেষ্টা করছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:১০
Video shows American force strikes suspected Venezuelan vessel in Caribbean sea

ছবি: এক্স থেকে নেওয়া।

ক্যারিবিয়ান সাগরে ভেনেজ়ুয়েলার মাদকবাহী ছোট জাহাজে হামলা চালিয়ে ১১ জনকে খতম করল মার্কিন বাহিনী। সন্দেহ করা হচ্ছে, নিহতদের প্রত্যেকেই কুখ্যাত মাদক চক্রের সদস্য ছিলেন। মঙ্গলবার তেমনটাই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট খোদ ডোনাল্ড ট্রাম্প। নিহতেরা ‘ট্রেন ডি আরাগুয়া’ কার্টেলের সদস্য ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ভেনেজ়ুয়েলার উপকূলে থাকা ওই জাহাজে মার্কিন হামলার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

বিষয়টি নিয়ে ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিকেও আঙুল তুলেছেন ট্রাম্প। তাঁর দাবি, মাদুরোর সঙ্গে যোগ থাকা মাদক সন্ত্রাসীরা আন্তর্জাতিক জলসীমান্ত দিয়ে আমেরিকায় মাদক পাচারের চেষ্টা করছিল। তখনই তাদের লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার সেনা। নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘‘আজ (মঙ্গলবার) সকালে আমার নির্দেশে আমেরিকার সামরিক বাহিনী সাউথকম এলাকায় ট্রেন ডি আরাগুয়া কার্টেলের মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি সফল অভিযান চালিয়েছে।’’

‘ট্রেন ডি আরাগুয়া’ কার্টেল, যা টিডিএ নামে পরিচিত, সেটিকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়ে ট্রাম্প আরও লিখেছেন, ‘‘টিডিএ হল একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন, যা নিকোলাস মাদুরোর ছাতার তলায় থেকে কাজ করে। আমেরিকা এবং পশ্চিমি দেশগুলি জুড়ে গণহত্যা, মাদক পাচার, মহিলা পাচার এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী এই সংগঠন।’’

ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার হামলায় ওই সংগঠনের ১১ জন সন্দেহভাজন সদস্য নিহত হয়েছেন। সেই অভিযানে মার্কিন সেনার কোনও ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। পাশাপাশি, আমেরিকায় মাদক পাচারের চেষ্টায় থাকা সংগঠনগুলিকে সাবধান করেছেন তিনি।

ভেনেজ়ুয়েলার উপকূলের ওই ছোট জাহাজে আমেরিকার সেনার হামলার ভিডিয়ো একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। পোস্ট করা হয়েছে ‘জর্জ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকেও। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

ক্যারিবীয় অঞ্চলে বর্তমানে আমেরিকার নৌবাহিনী মোতায়েন রয়েছে। মোতায়েন করা হয়েছে টমাহক ক্রুজ় ক্ষেপণাস্ত্রে সজ্জিত চারটি ডেস্ট্রয়ার এবং ৪,৫০০ জনেরও বেশি নৌসেনা। সেই আবহেই অনেকে প্রশ্ন তুলেছেন, তা হলে কি এ বার দক্ষিণ আমেরিকার দেশটিতে হামলা চালানোর কথা ভাবছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প?

Advertisement
আরও পড়ুন