Viral Video

মদের ‘প্রেমে’ জমি বিক্রি, স্ত্রীর গয়না বন্ধক রেখে ৭২ লক্ষ খরচ! ‘অনুতপ্ত’ মোটুলাল বলছেন, কোটিপতি হতে পারতাম

সাক্ষাৎকারে মোটুলালকে অকপটে স্বীকার করতে শোনা গিয়েছে, ইতিমধ্যেই ৪৫ লক্ষ টাকার জমি বিক্রি করেছেন তিনি। স্ত্রীর অনেক গয়নাও বন্ধক রেখেছেন। মোট ৭২ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। আর সবই তিনি খরচ করেছেন মদ কিনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৬
Video claims man from Bihar spends 72 lakhs on alcohol, sells property

ছবি: ইনস্টাগ্রাম।

মদ্যপানের অভ্যাস কেবল মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে না, ব্যক্তিগত জীবনেও বিপর্যয় ডেকে আনতে পারে। কিছু ক্ষেত্রে মদের প্রতি আসক্তি এতটাই প্রবল হয়ে ওঠে যে মানুষ চিন্তাভাবনার ক্ষমতা হারিয়ে ফেলে। তেমনটাই হয়েছে বিহারের এক যুবকের সঙ্গেও। জানা গিয়েছে, মদ খাওয়ার জন্য ইতিমধ্যেই ৭২ লক্ষ টাকা ব্যয় করে ফেলেছেন তিনি। এমনকি, আসক্তির খরচ মেটাতে সম্পত্তিও বিক্রি করেছেন। যুবকের সেই অকপট স্বীকারোক্তির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাংবাদিক জিতেশ কুমার সিংহ। ওই যুবকের সাক্ষাৎকারও নিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ওই যুবককে ‘মোটুলাল’ বলে সম্বোধন করেন জিতেশ। যদিও সেটি তাঁর আসল নাম না স্থূল চেহারার জন্য তাঁকে ওই নামে ডাকা হচ্ছিল, তা স্পষ্ট হয়নি ভিডিয়ো থেকে (স্থূল চেহারার জন্য কাউকে ‘মোটু’ বলে অসম্মান করায় বিশ্বাসী নয় আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য থেকেই এই প্রতিবেদন লেখা।)।

সাক্ষাৎকারে মোটুলালকে অকপটে স্বীকার করতে শোনা গিয়েছে, ইতিমধ্যেই ৪৫ লক্ষ টাকার জমি বিক্রি করেছেন তিনি। স্ত্রীর অনেক গয়নাও বন্ধক রেখেছেন। মোট ৭২ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। আর সবই তিনি খরচ করেছেন মদ কিনে। ভিডিয়োয় যুবক যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন তাঁর মাকে দুঃখিত মুখে বসে থাকতে দেখা গিয়েছিল। তবে মদের জন্য এত টাকা খরচ করে কিছুটা হলেও অনুতপ্ত মোটুলাল। সে কথা স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, মদ না খেলে এত দিনে কোটিপতি হয়ে যেতেন। তাঁর সাক্ষাৎকারের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ৪৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। যুবকের পরিবারের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কী ধরনের অনুতাপ! অনুতাপ ভোলার জন্যও মনে হয় মদ খায়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মদ্যপানের অভ্যাস খারাপ। পরিবারের কথা অন্তত চিন্তা করা উচিত ছিল।’’

Advertisement
আরও পড়ুন