Viral Video

জনবসতিতে ঢুকে তাণ্ডব সিংহের! রুখে দিল কুকুরের দল, লেজ তুলে পালাল পশুরাজ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আবাসিক এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর এক সিংহ। পশুরাজকে দেখে ভয়ে দরজার শিকল তুলেছেন এলাকাবাসীরা। কেউ কেউ ভয়ে ছাদে উঠে সিংহের কাণ্ড দেখছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৮
Video shows lion run away from locality as dogs bark

ছবি: ইনস্টাগ্রাম।

জনবসতিতে এসে গর্জন করছিল সিংহ! দৌড়োদৌড়ি করে তাণ্ডব চালাচ্ছিল রাস্তায়। ভয়ে সিঁটিয়ে ছিলেন এলাকাবাসীরা। রুখে দাঁড়াল পথকুকুরের দল। সিংহকে এলাকাছাড়া করল তারা। কুকুরের ভয়ে পালাল সিংহও। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আবাসিক এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর এক সিংহ। পশুরাজকে দেখে ভয়ে দরজার শিকল তুলেছেন এলাকাবাসীরা। কেউ কেউ ভয়ে ছাদে উঠে সিংহের কাণ্ড দেখছেন। এমন সময় সম্মিলিত ভাবে চিৎকার করে ওঠে এলাকার পথকুকুরের দল। কুকুরদের সমবেত চিৎকার শুনে ঘাবড়ে যায় সিংহটি। পড়িমড়ি করে দৌড় দেয় সে। হুড়মুড়িয়ে পালাতে গিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়েও যায়। এর পর ‘বীরদর্পে’ বেরিয়ে আসে কুকুরের দল। উঁকি মেরে সিংহের পালানো দেখে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মিয়ানাবুজজ়ার৭৫’ নামের ইনস্টা হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। অনেকে আবার প্রশ্ন তুলেছেন ভিডিয়র সত্যতা নিয়ে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর সিংহ! নির্ভীক পথকুকুরের দলকে দেখে ভাল লাগল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটা কি সত্যি ঘটনা? ভিডিয়ো দেখে কেমন নকল নকল লাগছে।’’

Advertisement
আরও পড়ুন