Viral Video

কয়লাখনিতে সাক্ষাৎ ‘মৃত্যুদূত’! মিলল ১৫ ফুট লম্বা বিরল সাদা গোখরোর দেখা, তামিলনাড়ুর ভিডিয়ো ভাইরাল

কাজ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেই কয়লার খনির মধ্যে হাজির হল সাক্ষাৎ ‘মৃত্যুদূত’। ধবধবে সাদা রঙের একটি গোখরো কয়লার খনির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এঁকেবেঁকে চলে গেল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকালবেলা কয়লার খনিতে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকেরা। ঘড়ি ধরে সকাল ৭টায় কাজ শুরু হওয়ার কথা তাঁদের। কাজ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেই কয়লার খনির মধ্যে হাজির হল সাক্ষাৎ ‘মৃত্যুদূত’। ধবধবে সাদা রঙের একটি গোখরো কয়লার খনির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এঁকেবেঁকে চলে গেল। সেই বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকেরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্যাট_ব্রাউন_গার্ল_ইন_শাড়ি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কয়লার খনির উপর এঁকেবেঁকে যাচ্ছে একটি সাদা রঙের বিরল প্রজাতির গোখরো। সম্প্রতি তামিলনাড়ুতে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, সেই গোখরোটি ছিল ১৫ ফুট লম্বা।

গোখরোটি নিজের মতোই অন্য দিকে চলে যায়। কালো মাটিতে সাদা সাপের দ্রুত চলনের ভিডিয়ো দেখে ভয় পেয়ে যান নেটপাড়ার একাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে গা ঘিনঘিন করে উঠল। শ্রমিকেরা বরাতজোরে বেঁচে গেলেন।’’ আবর এক জনের কথায়, ‘‘সাদা রঙের এত লম্বা গোখরো দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সচরাচর সাদা গোখরো দেখতে পাওয়া যায় না।’’

Advertisement
আরও পড়ুন