Viral Video

পাহাড়ি রাস্তার বাঁকে বাইক নিয়ে কসরত, পিছলে গেল চাকা, বাহনসমেত খাদে ছিটকে পড়লেন তরুণ!

বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় কেরামতি দেখানোর ফল হাতেনাতে পেলেন এক তরুণ। চাকা পিছলে সোজা গিয়ে পড়লেন খাদে। ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১২:৩৮
bike rider was treating bike like a toy

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পাহাড়ি সর্পিল রাস্তা। বিশাল অজগরের মতো একেবেঁকে শুয়ে রয়েছে পাহাড়ে গা বেয়ে। পাহাড়ের মসৃণ রাস্তার দৃশ্য যতটা মনোমুগ্ধকর, ততটাই বিপজ্জনক। বিশেষ করে যানবাহনের জন্য। প্রতিটি বাঁকেই লুকিয় থাকে চোরা বিপদ। সাবধানে গাড়ি না চালালে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হয় চালককে। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখলে শিরদাঁড়ায় কাঁপুনি ধরতে বাধ্য। বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় কেরামতি দেখানোর ফল হাতেনাতে পেলেন এক তরুণ। চাকা পিছলে সোজা গিয়ে পড়লেন খাদে। ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেশ দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিলেন এক তরুণ। পাহাড়ের চওড়া রাস্তার প্রতিটি বাঁক ঘোরার সময় তিনি বাইকটি এক পাশে হেলিয়ে চালাতে থাকেন। মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োর শেষের দিকে দেখা গিয়েছে এক মর্মান্তিক দৃশ্য। ওই ভাবে বাইক নিয়ে কসরত করতে গিয়ে সোজা খাদে ছিটকে পড়লেন তরুণ। মসৃণ রাস্তায় চাকা পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারালেন তিনি। বাইকসমেত সোজা রাস্তার পাশে ঘষে ঘষে খাদে পড়ে যেতে দেখা যায় তাঁকে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘দ্য লেজ়ি রেঞ্জার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। তিন দিন আগে পোস্ট করা এই ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ নেটাগরিকের নজর কেড়েছে। ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়ো দেখে মন্তব্যের ঝড় উঠেছে। বহু সমাজমাধ্যম ব্যবহারকারীই বাইকচালক তরুণের অপরিণামদর্শিতার সমালোচনা করেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এটাই বোধ হয় তাঁর জীবনের শেষ বাইক চড়া।’’ দ্বিতীয় জন লিখেছেন, ‘‘যেন বাতাসের মতো উড়তে চাইছিলেন বাইকচালক, ফল মিলল হাতেনাতে।’’

Advertisement
আরও পড়ুন