viral video

সাক্ষাৎ ‘যমদূত’কে নিয়ে ছেলেখেলা করল একরত্তি! খালি হাতে বিষধর সাপকে মুঠোবন্দি করল ডানপিটে

প্রাপ্তবয়স্করাই সাপ দেখলে ভয়ে সিঁটিয়ে যান। সেই সাপের কামড়ের ভয় বা বিপদকে পাত্তা না দিয়ে দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে ফেলল এক নাবালক। শিশুটির আচরণ দেখে মনে হল যেন কোনও খেলনা নিয়ে খেলায় মেতেছে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১১:১৮
a child catches deadly snake with bare hand

ছবি: সংগৃহীত।

নিজের উচ্চতার সমান একটি সাপকে হাত দিয়ে ধরে কব্জা করল এক খুদে। ভয়ডর ত্যাগ করে খালি হাতেই কয়েক ফুট লম্বা একটি সাপের মাথা মুঠোবন্দি করে ফেলল সাত-আট বছরের নাবালক। প্রশিক্ষিত ব্যক্তিরা যে ভাবে সাপ ধরে ঠিক সেই কায়দায় সরীসৃপটিকে ধরে ফেলল একরত্তি। ভয় ধরানো এই ভিডিয়োটি সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট হওয়ার পর তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে শিউরে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খোলা মাঠে এক হাতে একটি আঁকশি নিয়ে সাপ ধরতে যাচ্ছে শিশুটি। একটি লম্বা সাপকে দেখে তাকে ধরার চেষ্টা করে সে। শিশুটি প্রথমে আঁকশিটি দিয়ে সাপের মুখ চেপে ধরে রাখে। এর পরে, সে সাবধানে সাপের মুখটি অন্য হাত দিয়ে চেপে ধরে মাটি থেকে তুলে নেয়। সাপের দৈর্ঘ্য শিশুটির দৈর্ঘ্যের প্রায় সমান। সাপ ধরার পর শিশুটি বেশ খুশি হয়েছে বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। প্রাপ্তবয়স্করাই যেখানে সাপ দেখলে ভয়ে সিঁটিয়ে যান, সেখানে এই শিশুটি সাপের কামড়ের ভয় বা বিপদকে পাত্তা না দিয়েই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে ফেলে। শিশুটির আচরণ দেখে মনে হল যেন কোনও খেলনা নিয়ে খেলায় মেতেছে সে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘কপ_মঞ্জুমীনা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “শিশুটি জানে না সে কী বিপদ নিয়ে খেলা করছে। যদি কোনও ভাবে সাপটি তাকে কামড়াত, তা হলে পরিণতি মারাত্মক হতে পারত।” দ্বিতীয় ব্যবহারকারী সতর্ক করে লিখেছেন, “এত বিপজ্জনক ভিডিয়ো বানাবেন না। লাইক পাওয়ার জন্য শিশুদের জীবন নিয়ে খেলছেন।”

Advertisement
আরও পড়ুন