viral video

পাঁচিলে বসে আদরে মত্ত যুগল, টাল সামলাতে না পেরে প্রেমিকাসমেত উল্টে পড়লেন তরুণ!

ভাইরাল সেই ফুটেজে দেখা গিয়েছে, একটি বাড়ির মধ্যে ছোট পাঁচিলে বসে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন তরুণ। তরুণের পরনে কমলা টি শার্ট এবং তরুণীর পরনে আকাশি নীল রঙের টপ ও জিন‌্‌স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৭:১২
couple met an accident while romancing in a wall

ছবি: সংগৃহীত।

বারান্দার নিচু পাঁচিলে বসে অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছিলেন এক যুগল। পাঁচিলের উপরে বসেছিলেন তরুণ। মাটিতে দাঁড়িয়ে তরুণকে জড়িয়ে ধরে আদর করতে ব্যস্ত ছিলেন তরুণী। সেই সময় পাঁচিলে বসা তরুণ হঠাৎ করে প্রেমিকার হাত ধরে টেনে নিয়ে কাছে আনেন। আদরের চোটে প্রেমিকাকে নিয়ে উলটো দিকে ঝুলে পড়ার চেষ্টা করেন তিনি। এর পরই ঘটে যায় দুর্ঘটনা। সেই দুর্ঘটনারই ছবিই ধরা পড়েছে সিসিটিভিতে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ফুটেজে দেখা গিয়েছে, একটি বাড়ির মধ্যে ছোট পাঁচিলে বসে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন তরুণ। তরুণের পরনে কমলা টি শার্ট এবং তরুণীর পরনে আকাশি নীল রঙের টপ ও জিন‌্‌স। তাঁদের একে অপরকে চুমু খেতেও দেখা গিয়েছে ভিডিয়োয়। হঠাৎ করেই তরুণ তাঁর প্রেমিকার হাত ধরে কাছে টেনে নিয়ে মাথা উঁচু করে উপরের দিকে দেখতে দেখতে উল্টো দিকে শরীর বাঁকিয়ে ফেললেন। টাল সামলাতে না পেরে তরুণীকে টেনে নিয়ে পাঁচিল থেকে ডিগবাজি খেয়ে পড়ে গেলেন তিনি। যদিও নীচে অ্যাজ়বেস্টরের চাল থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। কিছু ক্ষণের মধ্যে তাঁরা দু’জনেই উঠে বারান্দায় চলে এলেন।

ভিডিয়োটি সিসিটিভ কর্নার নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পরই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটি কবে ও কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। ভিডিয়োটি ৮৬ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে প্রচুর লাইক, কমেন্ট করেছেন নেটাগরিকেরা।

Advertisement
আরও পড়ুন