Viral Video

মোটা বেতনের চাকরি ছেড়ে ওজন কমাতে ‘জেলযাত্রা’! দু’সপ্তাহে চার কেজি ওজনও কমালেন তরুণী, ভিডিয়ো ভাইরাল

তরুণী অস্ট্রেলিয়ার বাসিন্দা। সেখানে মোটা বেতনের চাকরি করতেন তিনি। কিন্তু জীবনযাত্রায় বদল আনার জন্য সেই চাকরি ছেড়ে অস্ট্রেলিয়া থেকে চিনে চলে যান তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০৭:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অফিস থেকে বাড়ি এবং বাড়ি থেকে অফিস— এর মাঝে জীবন ‘শেষ’ হয়ে যাচ্ছিল তরুণীর। কোনও কিছুই সময়ে করে উঠতে পারতেন না। তাই ভাল বেতন পেলেও শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা ভেবে চাকরি ছেড়ে দিলেন তরুণী। চাকরি ছেড়ে দিয়ে ওজন কমানোর জন্য ‘জেলখানা’য় ভর্তি হলেন তিনি। দুই সপ্তাহের মধ্যে চার কেজি ওজনও কমিয়ে ফেললেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এগইট্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী ওজন কমানোর জন্য একটি ‘জেলখানা’য় ভর্তি হয়েছেন। সেখানে কী ভাবে দিন কাটাচ্ছেন, তার বিবরণ ভিডিয়োয় বিস্তারে জানিয়েছেন তিনি। তরুণী অস্ট্রেলিয়ার বাসিন্দা।

সেখানে মোটা বেতনের চাকরি করতেন তিনি। কিন্তু জীবনযাত্রায় বদল আনার জন্য সেই চাকরি ছেড়ে অস্ট্রেলিয়া থেকে চিনে চলে যান তরুণী। চিনে ওজন কমানোর জন্য ‘জেলখানা’ রয়েছে যা ‘ফ্যাট প্রিজ়ন’ নামে পরিচিত। সেখানকার নিয়মকানুন খুবই কড়া।

এক বার সেই ‘জেলখানা’য় ভর্তি হলে প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত বাইরে বেরোনো যাবে না। ২৪ ঘণ্টা সেখানকার দরজা বন্ধ থাকে। একটি ঘরে চার-পাঁচ জনের থাকার ব্যবস্থা রয়েছে। জলখাবার থেকে রাতের খাবার পর্যন্ত সব কিছুই পরিবেশন করা হয়। কিন্তু সব খাবারই কম পরিমাণে দেওয়া হয়।

যোগচর্চা, শরীরচর্চার পাশাপাশি ওজন কমানোর জন্য নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে। টানা এক মাস নিয়ম মেনে চলার পর ওজন কমে এবং জীবনযাত্রায় পরিবর্তন আসে। সেখানে গিয়ে ভিডিয়ো তুলে তরুণী জানান যে, থাকতে তাঁর কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু দু’সপ্তাহের মধ্যে চার কেজি ওজনও কমিয়ে ফেলেছেন। এক মাসের জন্য প্রশিক্ষণ নিতে ১ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯০ হাজার টাকা) খরচ করেছেন তরুণী।

Advertisement
আরও পড়ুন