Viral Video

আট বছর ভারতে থাকাকে ‘জীবনের সেরা সিদ্ধান্ত’ বললেন বিদেশি তরুণ, করলেন এ দেশের প্রশংসাও! ভিডিয়ো ভাইরাল

তরুণের দাবি, অধিকাংশ বিদেশি ভারতে অল্প সময়ের জন্য ঘুরতে আসেন। তার পর স্বদেশে ফিরে যান। এর ফলে ভারত সম্পর্কে ভুল ধারণা জন্মায় তাঁদের মনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৪:০৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিদেশে জন্ম। তবে জীবনের ‘সেরা সিদ্ধান্ত’ তিনি নিয়েছেন ভারতে এসে। টানা আট বছর ধরে ভারতেই রয়েছেন তরুণ। ভারতের ক্রমাগত উন্নতি দেখে প্রশংসায় পঞ্চমুখ তিনি। অধিকাংশ বিদেশির মনে ভারত সম্পর্কে ভুল ধারণা বাসা বেঁধে থাকে, তা-ও স্পষ্ট করেছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ক্যালেব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ ফোনের নিজস্বী ক্যামেরা চালু করে নিজের ভিডিয়ো তুলছেন। তরুণের নাম ক্যালেব ফ্রিসেন। কানাডার নাগরিক তিনি। আট বছর আগে ভারতে এসেছিলেন ক্যালেব। তার পর আর স্বদেশে ফিরে যাননি। আট বছর ধরে ভারতেই থেকে গিয়েছেন। পেশায় নেটপ্রভাবী ক্যালেব। সমাজমাধ্যমে প্রযুক্তি সংক্রান্ত ভিডিয়ো তৈরি করে উপার্জন করেন তিনি।

ক্যালেবের দাবি, অধিকাংশ বিদেশি ভারতে অল্প সময়ের জন্য ঘুরতে আসেন। তার পর স্বদেশে ফিরে যান। এর ফলে ভারত সম্পর্কে ভুল ধারণা জন্মায় তাঁদের মনে। ‘ভারতের মতো অপরিচ্ছন্ন জায়গা দুনিয়ার আর দ্বিতীয়টি নেই’— অনেকের মনে এই ভাবনা থেকে যায়। তবে, তা যে ভুল ভিডিয়োয় সেই কথাই জানালেন ক্যালেব।

তরুণের মতে, প্রযুক্তি থেকে অর্থনীতি— আগামী কয়েক বছরে ভারত সব ক্ষেত্রে প্রবল উন্নতি করবে। নব্বইয়ের দশকে ভারতের যে অবস্থা ছিল, তার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে সেই তারতম্য লক্ষ করা যায়। তিনি যে ভারতে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তা-ও জানান ক্যালেব। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিদেশি হয়েও ভারতকে যে আপনি এত শ্রদ্ধা করেন তা দেখে খুব ভাল লাগছে। আপনার ভবিষ্যৎ সুন্দর হোক, এই কামনা করি।’’

Advertisement
আরও পড়ুন