Viral Video

মালাবদল করতে না করতেই কোমর দুলিয়ে নাচ পাত্রীর! ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে পড়লেন পাত্র, ভিডিয়ো ভাইরাল

লাল লেহঙ্গা পরে হবু বরের সামনে হাত তুলে, কোমর দুলিয়ে অদ্ভুত ভাবে নাচতে শুরু করেন পাত্রী। মালাবদল করার পর পাত্রীর পাশে চুপচাপ দাঁড়িয়ে পড়েন স্তম্ভিত তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৩:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মালাবদল করে মঞ্চের উপর দাঁড়িয়ে ছিলেন পাত্র-পাত্রী। তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলতে মঞ্চের সামনে ভিড় করে দাঁড়িয়েছিলেন বরপক্ষ এবং কনেপক্ষের অতিথিরা। সঙ্গে ছিলেন আলোকচিত্রীরাও। সামনে এত ক্যামেরা তাক করা দেখে নিজেকে আর সামলাতে পারলেন না পাত্রী। সকলের সামনে কোমর দুলিয়ে হঠাৎ নাচতে শুরু করলেন। হবু বৌয়ের কাণ্ড দেখে কিংকর্তব্যবিমূ়ঢ় হয়ে গেলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘টিভি১ইন্ডিয়ালাইভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, লাল লেহঙ্গা পরে হবু বরের সামনে হাত তুলে, কোমর দুলিয়ে অদ্ভুত ভাবে নাচ করছেন পাত্রী। মালাবদল করার পর পাত্রীর পাশে চুপচাপ দাঁড়িয়ে পড়েন স্তম্ভিত পাত্র। এমন পরিস্থিতিতে ঠিক কী করা উচিত তা যেন বুঝে উঠতে পারছিলেন না তিনি।

বিয়ের ছবি তোলার জন্য আলোকচিত্রী থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও পাত্রীর নাচের ভিডিয়ো তুলতে শুরু করেন। বরকে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিয়ো তোলা হচ্ছে দেখে ঠোঁটের আগায় মুচকি হাসি লেগে থাকে তাঁর। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘পাত্রী নিশ্চয়ই বিয়ের পোশাকে রিল বানাচ্ছিলেন। বরও অবাক হয়ে গিয়েছেন। তাঁকে দেখে মনে হচ্ছে, এই মুহূর্তের জন্য তিনি প্রস্তুত ছিলেন না।’’

Advertisement
আরও পড়ুন