Viral Video

বরফের পাহাড় ‘ভেঙে’ স্কুল যাচ্ছে ছোট্ট বালক! পড়ুয়ার একাগ্রতা দেখে মুগ্ধ প্রেসিডেন্ট, দিলেন পুরস্কারও, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

তুষারপাত চলাকালীন এক বালক রাস্তায় বেরিয়েছে। ছোট্ট ছোট্ট পায়ে বরফে ঢাকা রাস্তা পার হয়ে যাচ্ছে সে। বরফে তার কোমর পর্যন্ত ঢেকে যাচ্ছিল। তবুও হার মানেনি বালকটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৫:১২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সারা রাত ধরে বরফ পড়ে রাস্তায় যেন বরফের ‘পাহাড়’ জমে গিয়েছে। কিন্তু স্কুল যে ছুটি নেই! বরফজমা রাস্তায় নেমেই কোমর পর্যন্ত ঢেকে গেল বালকের। তবুও ওই ভাবেই বরফ পার হয়ে স্কুলে গেল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ভোলকাহোলিক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তুষারপাত চলাকালীন এক বালক রাস্তায় বেরিয়েছে। ছোট্ট ছোট্ট পায়ে বরফে ঢাকা রাস্তা পার হয়ে যাচ্ছে সে। বরফে তার কোমর পর্যন্ত ঢেকে যাচ্ছিল। তবুও হার মানেনি বালকটি। কঠিন পরিস্থিতিতেও স্কুল পৌঁছেছিল সে। এই ঘটনাটি কিরগিজ়স্তানে ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই বালকটি চতুর্থ শ্রেণির ছাত্র। বালকের একাগ্রতা দেখে মুগ্ধ হয়েছেন সেখানকার প্রেসিডেন্ট সাদির জাপারোভ। বর্ষবরণ উদ্‌যাপনের সময় স্কুলপড়ুয়ার সঙ্গে দেখা করে তাকে ল্যাপটপ, ফুটবল, মোবাইল ফোন-সহ একাধিক উপহার দিয়েছেন প্রেসিডেন্ট। ভিডিয়োটি দেখে বালকের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকদের একাংশ। এক নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘মনের ইচ্ছা থাকলে সব যুদ্ধই জয় করা সম্ভব। বালকের ভবিষ্যৎ খুব সুন্দর হোক।’’

Advertisement
আরও পড়ুন