Bizarre

বিমানে উঠতে দেরি হওয়ায় গোসা! রাগে তরুণী বিমানকর্মীকে মারধরের হুমকি যাত্রীর, তার পর…

কাউন্টারের সামনে গিয়ে ঝামেলা শুরু করেন তরুণ। কখনও কম্পিউটারের উপর ঝাঁপিয়ে পড়ছিলেন তিনি, কখনও আবার তরুণী বিমানকর্মীর সঙ্গে তর্ক করছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৩:১৭

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরে নিরাপত্তা তদন্ত চলার কারণে বিমান ছাড়তে দেরি হচ্ছিল। গন্তব্যে পৌঁছোতে দেরি হয়ে যাবে ভেবে রেগে আগুন হয়ে গেলেন এক যাত্রী। রেগে গিয়ে বিমানকর্মীদের সঙ্গে তর্ক জুড়ে বসলেন। এমনকি, এক তরুণী বিমানকর্মীকে মারধরের হুমকিও দিলেন তিনি। অন্য বিমানকর্মীরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও কোনও লাভ হল না। চিৎকার করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সম্প্রতি কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে। নিরাপত্তা তদন্ত শুরু হওয়ায় কিছু ক্ষণের জন্য বিমানবন্দরের পরিষেবা বন্ধ ছিল। বিমান ছাড়তে সামান্য দেরি হওয়ায় রেগে যান এক যাত্রী। সাউথওয়েস্ট এয়ারলাইন্স সংস্থার বিমানে টিকিট কাটা ছিল তাঁর। সেই সংস্থার কাউন্টারের সামনে গিয়ে ঝামেলা শুরু করেন তরুণ। কখনও কম্পিউটারের উপর ঝাঁপিয়ে পড়ছিলেন তিনি, কখনও আবার তরুণী বিমানকর্মীর সঙ্গে তর্ক করছিলেন।

আশপাশের যাত্রীরা বিরক্তি প্রকাশ করে তাঁকে চুপ করতে বললেও সে কথা কানে তুলছিলেন না তরুণ। মুহূর্তের মধ্যে তরুণী বিমানকর্মীকে সরাসরি হুমকি দিয়ে তিনি বলেন, ‘‘তোমায় আমি চড় মারব।’’ তরুণী বিমানকর্মীর দিকে এগিয়ে যেতেও দেখা যায় তাঁকে। তরুণীর বিপদের কথা ভেবে তাঁকে ঘিরে দাঁড়ান অন্য বিমানকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত অন্য যাত্রীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন তরুণ। বিমান কর্তৃপক্ষের তরফে পরে জানানো হয়, নিরাপত্তা তদন্ত শেষ হয়ে গেলে বিমানবন্দরের পরিষেবা ফের চালু হয়ে যায়। এমন আচরণের জন্য ওই তরুণ যাত্রীকে গ্রেফতারও করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন