ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়েছিল একটি হস্তীশাবককে। নিয়মিত দেখাশোনা করার জন্য এক জনকে নিযুক্তও করা রয়েছে। সেই ব্যক্তির সঙ্গে বেশ সখ্য রয়েছে হস্তীশাবকটির। সম্প্রতি হাতির ছানার জন্মদিন পালন করলেন সেই ব্যক্তি। মোমবাতিতে ফুঁ দিয়ে নেচে উঠল হাতির ছানা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হস্তীশাবক তার জন্মদিন পালন করছে। হাতির পাশে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। সেই হাতিটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন তিনি। ঘটনাটি তাইল্যান্ডে ঘটেছে। হাতির ছানাকে গভীর জঙ্গল থেকে উদ্ধার করে আনা হয়েছিল। ভুট্টা এবং তরমুজ সাজিয়ে ‘কেক’ তৈরি করা হয়েছিল হাতিটির জন্য।
বিশেষ কেকের মাঝখানে রাখা রয়েছে মোমবাতি। জন্মদিন পালন করার প্রথা অনুযায়ী মোমবাতিতে ফুঁ দেওয়ার চেষ্টা করছিল হাতিটি। শুঁড় দিয়ে মোমবাতি নিবিয়ে ফেলে বেজায় আনন্দ পেল হাতিটি। তার পর সেখান থেকে একটি ভুট্টা তুলে মুখে ভরে ফেলল সে। মজার ভিডিয়োটি দেখে তা ভালবাসার চিহ্নে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। কেউ কেউ আবার হস্তীশাবককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।