ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাড়ির পিছনের আসনে বসেছিলেন স্বামী-স্ত্রী। কোনও কারণে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া চলাকালীন চলন্ত গাড়ির দরজা খুলে ফেলেন তরুণী। পা সোজা করে দরজাটি খোলা রাখার চেষ্টা চালিয়ে যান তিনি। এই দৃশ্যটি পিছনের গাড়িতে থাকা এক ব্যক্তির নজরে পড়ে। তিনি এই বিপজ্জনক মুহূর্তটি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করতে পারেননি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘কুশল শর্মা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি চলন্ত গাড়ির পিছনের দরজা খোলা রয়েছে। পা দিয়ে ঠেলে সেই দরজাটি খুলে রাখার চেষ্টা করছেন এক তরুণী। এই ঘটনাটি সম্প্রতি বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়ির পিছনের আসনে বসেছিলেন স্বামী-স্ত্রী। গাড়িতে উঠে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়।
গাড়ির চালকের দাবি, গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য তাঁকে গাড়ি থামানোর নির্দেশ দিচ্ছিলেন তরুণী। কিন্তু তরুণ তাঁকে গাড়ি না থামিয়ে চালানোর নির্দেশ দিচ্ছিলেন। স্বামী-স্ত্রীর ঝগড়ার মাঝে দিশেহারা হয়ে মাঝপথে গাড়ি থামিয়ে দেন চালক। বিমানবন্দরের কাছে সিআইএসএফ জওয়ানদের চেকপোস্ট ছিল। সেই চেকপোস্টের কাছে যেতেই ব্রেক কষে গাড়ি থামিয়ে দেন চালক।
গাড়িটির পিছনে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। গাড়িটি আচমকা ব্রেক কষায় দুর্ঘটনা ঘটতে পারত। তা নিয়ে গাড়ির চালকের সঙ্গে অশান্তি জুড়ে দেন বাইকচালক। সুযোগ পেয়ে গাড়ি থেকে নেমে পড়েন তরুণী। তাঁর স্বামীও গাড়ি থেকে নেমে যান। মাঝরাস্তায় অশান্তি দেখে জওয়ানেরা সে দিকে ছুটে যান। গাড়ির চালক পুরো ঘটনাটি সবিস্তারে জানান। দম্পতির বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চালাচ্ছে বেঙ্গালুরু পুলিশ।