Viral Video

কলেজের অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে হাতাহাতি! খোলা মাঠে চুলের মুঠি ধরে চলল দেদার টানাটানি, উত্তরপ্রদেশের ভিডিয়ো ভাইরাল

ঘড়ির কাঁটা যখন রাত সাড়ে ১০টা পার করেছে, তখন খোলা মাঠের মধ্যে চুলোচুলি করতে শুরু করেন কলেজের কয়েক জন যাত্রী। চার তরুণী একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করতে থাকেন। কেউ কেউ আবার টাল সামলাতে না পেরে মাঠে পড়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১৮:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন হরিয়ানার সঙ্গীতশিল্পী গুলজার ছানীবালা। রাত বাড়তেই সেই অনুষ্ঠানে ঝামেলা বাধল ছাত্রীদের মধ্যে। ঝগড়া ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। খোলা মাঠে চুলোচুলি করতে শুরু করেন তাঁরা। তরুণীদের মারপিট দেখে সেখানে জড়ো হয়ে যান কলেজের অন্য পড়ুয়ারা। তাঁদের অশান্তি থামানোর চেষ্টা করতে থাকেন সকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের পীলীভীত শহরের একটি কলেজে ঘটেছিল। সেই কলেজের অনুষ্ঠানে গান করছিলেন হরিয়ানার গায়ক গুলজার ছানীবালা। সেই কনসার্ট চলাকালীন নাকি কলেজের কয়েক জন ছাত্রের মধ্যে মারপিট শুরু হয়। বাইক চুরির অভিযোগে হাতাহাতি করতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘড়ির কাঁটা যখন রাত সাড়ে ১০টা পার করেছে, তখন আবার খোলা মাঠের মধ্যে চুলোচুলি করতে শুরু করেন সেই কলেজের কয়েক জন যাত্রী। চার তরুণী একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করতে থাকেন। কেউ কেউ আবার টাল সামলাতে না পেরে মাঠে পড়ে যান। তবুও চুলের মুঠি ছাড়ছিলেন না তাঁরা। অশান্তি দেখে তাঁদের ঘিরে ফেলেন কলেজের অন্য পড়ুয়ারা। তরুণীদের ঝামেলা মেটানোর চেষ্টা করেন তাঁরা। শেষমেশ পুলিশ পৌঁছোলে পরিস্থিতি শান্ত হয়। পুলিশের দাবি, তরুণীদের মধ্যে কেউ এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেননি।

Advertisement
আরও পড়ুন