Viral Video

বাইকে কুকুর বসে থাকতে দেখে হাত বাড়িয়ে দিলেন মহিলা, চালকের কাণ্ড নজর কাড়ল নেটপাড়ার, ভাইরাল ভিডিয়ো

তরুণ বাইকচালকের পাশে স্কুটার নিয়ে দাঁড়িয়ে পড়েন এক মহিলা। বাইকের সামনে ছোট্ট একটি কুকুরকে বসে থাকতে দেখে মন গলে যায় তাঁর। স্কুটারটি নিয়ে ক্রমশ সামনের দিকে এগোতে থাকেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পোষ্য কুকুরকে নিয়ে বাইকসফরে বেরিয়েছিলেন তরুণ। কুকুরটি যেন বাইক থেকে কোনও ভাবে পড়ে না যায়, তাই জ্যাকেটের সঙ্গে পোষ্যকে বেঁধেও রেখেছিলেন তিনি। ট্র্যাফিক জ্যামে আটকে পড়ায় হেলমেটটি ঠিক করে নিচ্ছিলেন তরুণ। ভিডিয়ো বানাবেন বলে হেলমেটের সঙ্গে ক্যামেরাও লাগিয়ে নিচ্ছিলেন তিনি। সেই সময় স্কুটার নিয়ে একই পথে যাচ্ছিলেন এক মহিলা।

Advertisement

বাইকে একটি কুকুরকে বসে থাকতে দেখে তার দিকে স্নেহের হাত বাড়িয়ে দিলেন তিনি। কুকুরটির পা ধরে তাকে আদর করতে শুরু করলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ড্র্যাগার_জ়েড৯০০’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কুকুরকে বাইকের সামনে বসিয়ে দিয়েছেন এক তরুণ। জ্যাকেটের সঙ্গে বেঁধে নিয়েছিলেন নিজের পোষ্যকে।

ট্র্যাফিক জ্যামে দাঁড়িয়ে পড়েছিলেন বলে সেই সুযোগে হেলমেটের সঙ্গে ক্যামেরা লাগিয়ে নিচ্ছিলেন তিনি। তখন তরুণ বাইকচালকের পাশে স্কুটার নিয়ে দাঁড়িয়ে পড়েন এক মহিলা। বাইকের সামনে ছোট্ট একটি কুকুরকে বসে থাকতে দেখে মন গলে যায় তাঁর।

স্কুটারটি নিয়ে ক্রমশ সামনের দিকে এগোতে থাকেন তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে কখনও কুকুরের পা ধরে আদর করছিলেন, কখনও আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন তিনি। অচেনা মহিলা তাঁর পোষ্যকে আদর করছেন দেখে মুখে হাসি ফুটে উঠল তরুণের। এই ঘটনাটি দেহরাদূনে ঘটেছে।

সুযোগ পেয়ে কুকুরটির একটি ছবিও তুলে ফেলেন ওই মহিলা। এই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘কুকুরের প্রতি মহিলার ভালবাসা দেখে সত্যিই ভাল লাগল। এমন মানুষ যেন আরও দেখা যায় এই আশা রাখি।’’

Advertisement
আরও পড়ুন