Viral Video

লাট্টুর মতো ঘুরপাক খেয়ে হ্রদে আছড়ে পড়ল হেলিকপ্টার, টুকরো টুকরো হয়ে গেল ব্লেড, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

হেলিকপ্টারটি হ্রদের খুব কাছাকাছি উড়ে গিয়ে বালতিটি ডুবিয়ে দিল। কিন্তু উপরের দিকে উড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল হেলিকপ্টারটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১১:৫৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দাবানলের কারণে জঙ্গলে আগুন লেগেছিল। সেই আগুন নেবানোর কাজে রত ছিলেন হেলিকপ্টারের চালক। তাঁর সঙ্গে ছিলেন আরও এক তরুণ। জঙ্গলের অনতিদূরেই ছিল এক বিশালাকার হ্রদ। হেলিকপ্টারে বাঁধা মস্ত বড় বালতি সেই হ্রদে ডুবিয়ে জল সংগ্রহ করে আবার জঙ্গলের উদ্দেশে রওনা দিচ্ছিলেন চালক। কিন্তু জল তুলতে গিয়েই ঘটল অঘটন।

Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদের উপরেই লাট্টুর মতো ঘুরপাক খেতে শুরু করে হেলিকপ্টারটি। তার পর আছড়ে পড়ে জলের উপর। হেলিকপ্টারের ব্লেড টুকরো টুকরো হয়ে ভেঙে চারদিকে ছড়িয়ে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘কলিন রাগ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হেলিকপ্টারের তলায় মস্ত বড় বালতি বাঁধা রয়েছে। হেলিকপ্টারটি হ্রদের খুব কাছাকাছি উড়ে গিয়ে বালতিটি ডুবিয়ে দিল। কিন্তু উপরের দিকে উড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল হেলিকপ্টারটি।

বার বার লাট্টুর মতো ঘুরপাক খেতে খেতে হ্রদের মধ্যে আছড়ে পড়ল সেটি। হেলিকপ্টারের ব্লেডগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারদিকে। এই ঘটনাটি ফ্রান্সের রসপর্ডন হ্রদে ঘটেছে। স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যা ৭টার সময় এই ঘটনাটি ঘটেছে। তবে সেই ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগুন নেবানোর কাজে রত ছিল হেলিকপ্টারটি। চালকের সঙ্গে সেই হেলিকপ্টারে আরও এক তরুণ ছিলেন। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে জলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে দু’জনে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান। দ্রুত সাঁতার কেটে হ্রদের পারে উঠে পড়েন তাঁরা। দু’জনের কেউ আহত নন বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন