Viral Video

দেরি করে পৌঁছে বিমানে ওঠার অনুরোধ করায় বিমানকর্মীর বিরুদ্ধে কুমন্তব্যের অভিযোগ তরুণের! ভাইরাল ভিডিয়ো

বিমান ছাড়ার মাত্র ১৫ মিনিট আগে তরুণ বিমানবন্দরে পৌঁছোন। তত ক্ষণে বোর্ডিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। নিয়মানুসারে, তার পর যাত্রীরা আর বিমানে উঠতে পারেন না। তবুও তিনি এক বিমানকর্মীকে অনুরোধ করে শেষ চেষ্টা করছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিমান ছাড়ার মাত্র ১৫ মিনিট আগে বিমানবন্দরে হন্তদন্ত হয়ে পৌঁছোন তরুণ। তত ক্ষণে বোর্ডিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। বিমানের অন্য যাত্রীরাও উঠে পড়েছেন। কিছু ক্ষণ পরেই বিমান গন্তব্যের উদ্দেশে রওনা হবে। দেরি করে পৌঁছে বিমানে ওঠার অনুরোধ করতে শুরু করেন তরুণ যাত্রী। কিন্তু শেষ মুহূর্তে বিমানে ওঠা সম্ভব নয়, তা স্পষ্ট জানিয়ে দেন এক তরুণী বিমানকর্মী।

Advertisement

তখনই যাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তরুণের দাবি, কথোপকথন চলাকালীন তাঁকে গালিগালাজ করেছেন সেই বিমানকর্মী। বিমানবন্দরের ভিতরেই দুই পক্ষের অশান্তি চরমে ওঠে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিমানকর্মীর সঙ্গে তরুণ যাত্রীর কথা কাটাকাটি চলছে। বেঙ্গালুরুর বিমানবন্দরে সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে। তরুণের দাবি, বিমান ছাড়ার মাত্র ১৫ মিনিট আগে তিনি বিমানবন্দরে পৌঁছোন। তত ক্ষণে বোর্ডিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। নিয়মানুসারে, তার পর যাত্রীরা আর বিমানে উঠতে পারেন না। তবুও তিনি এক বিমানকর্মীকে অনুরোধ করে শেষ চেষ্টা করছিলেন।

বিমানকর্মী নিয়ম মেনেই যাত্রীর অনুরোধ ফিরিয়ে দিতে বাধ্য হন। যাত্রীর অভিযোগ, এই কথোপকথন চলাকালীন নাকি বিমানকর্মী তাঁকে গালিগালাজ করেছিলেন। তা নিয়েই আপত্তি জানান ওই যাত্রী। অন্য দিকে, যাত্রীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন বিমানকর্মী। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়।

তরুণী বিমানকর্মী শান্ত স্বরে কথা বলছিলেন কিন্তু সকলের সামনে চিৎকার করে যাচ্ছিলেন সেই যাত্রী। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে যায় বিমানকর্মীর। যাত্রীর বারংবার অভিযোগ শুনে তিনি বলেন, ‘‘আপনার সঙ্গে ১০ মিনিট আগে থেকেই আমার কথা বলা বন্ধ করে দেওয়া উচিত ছিল।’’ তার পর সেখান থেকে চলে যান বিমানকর্মী।

Advertisement
আরও পড়ুন