Viral Video

কোমোডোর ক্ষিপ্রতার কাছে হার মানল বর্মের সুরক্ষা, কচ্ছপের মুন্ডু কামড়ে ছিঁড়ে খেল ভয়াল সরীসৃপ!

ভিডিয়োয় দেখা গিয়েছে, জলাভূমির পাড়ে একটি কচ্ছপকে বাগে পেয়েছে কোমোডো ড্রাগন। শিকারির আক্রমণ এতটাই অতর্কিত ছিল যে খোলসের মধ্যে ঢুকে পড়ার সুযোগটুকু পায়নি সে। এক ঝটকায় কচ্ছপের মাথাটি কামড়ে ধরে কোমোডো ড্রাগন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৪:০১
Komodo dragon rips turtle

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জল থেকে পাড়ে উঠে এসেছিল কচ্ছপটি। কিন্তু সেখানেই অপেক্ষা করছিল ভয়ালদর্শন সরীসৃপ। হাতের কাছে শিকার পেয়ে খপ করে গলা চেপে ধরল এক কোমোডো ড্রাগন। দারুণ কায়দার কচ্ছপটিকে শিকার করল সরীসৃপটি। কামড়ে ধরে নাস্তানাবুদ করে ছাড়ল কচ্ছপটিকে। মরণকামড় সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল উভচর প্রাণীটি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছডি়য়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য অবশ্য পাওয়া যায়নি। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দাবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে জলাভূমির পাড়ে একটি কচ্ছপকে বাগে পেয়েছে কোমোডো ড্রাগন। শিকারির আক্রমণ এতটাই অতর্কিত ছিল যে, খোলসের মধ্যে ঢুকে পড়ার সুযোগটুকুও পায়নি সে। এক ঝটকায় কচ্ছপের মাথাটি কামড়ে ধরে কোমোডো ড্রাগনটি। ফলে কচ্ছপের সমস্ত জারিজুরি শেষ হয়ে যায় নিমেষে। ভিডিয়োয় দেখা গিয়েছে, শিকারের মাথাটি ধরে মাটিতে আছড়ে আছড়ে মেরে ফেলার চেষ্টা করছে কোমোডোটি। কচ্ছপের মাথাটি ছিঁড়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে দেখা যায় তাকে। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।

‘অ্যানিম্যালসআর্থওয়ার্ল্ড’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়েছে। বিশ্বের ভীষণদর্শন সরীসৃপগুলির মধ্যে অন্যতম কোমোডো ড্রাগন। এই সরীসৃপের দৈর্ঘ্য সাধারণত তিন মিটারের কাছাকাছি হয়। ওজন হয় ৭০ কেজি পর্যন্ত। বিশাল শরীর নিয়ে জঙ্গলের অন্য প্রাণীদের রীতিমতো দমিয়ে রাখে তারা। পাখি, স্তন্যপায়ী সব ধরনের প্রাণীকেই খাদ্য বানিয়ে নেয় এরা।

Advertisement
আরও পড়ুন