Viral Video

বাবা-মায়ের ৫০তম বিবাহবার্ষিকীতে তিন ভাইয়ের বিশেষ উপহার! দেখে কেঁদে ভাসালেন মা, ভাইরাল ভিডিয়ো

মঞ্চের সামনের দর্শকাসনে বসেছিলেন তাঁদের বাবা-মা। ছেলেদের এই নাচ দেখে কেঁদে ফেললেন তাঁদের মা। তাঁদের বাবাও কোনও মতে মুখে হাসি রেখে চোখের জল সামলে রেখেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৩:০৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

৫০ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন দম্পতি। বাবা-মায়ের ৫০তম বিবাহবার্ষিকী স্মরণীয় করে তুলতে বিশেষ ‘উপহার’ দেওয়ার পরিকল্পনা করলেন তাঁদের তিন পুত্র। অনুষ্ঠানের আয়োজন করে অতিথিদের নিমন্ত্রণ করলেন তাঁরা। অনুষ্ঠানের মঞ্চে গিয়ে সকলের সামনে বাবা-মাকে সেই উপহার দিলেন তিন পুত্র, যা দেখে মায়ের চোখে জল চলে এসেছিল। তাঁদের পিতাও কোনও মতে মুখের হাসি ধরেছিলেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডান্সউইথঋদ্ধি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে নাচ করছেন তিন ব্যক্তি। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত পারিবারিক ছবি ‘হম সাথ সাথ হ্যায়’-এর গান ‘ইয়ে তো সচ হ্যায় কে ভগবান হ্যায়’। চিত্রনাট্য অনুযায়ী এই গানের দৃশ্যে বাবা-মায়ের উদ্দেশে ছেলেমেয়েদের শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছিল। বড় পর্দার সেই দৃশ্যই মঞ্চে তুলে ধরলেন তিন ব্যক্তি।

তাঁদের বাবা-মায়ের ৫০তম বিবাহবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। সেই অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে এই গানের সঙ্গে নাচ করতে দেখা গেল তিন ভাইকে। মঞ্চের সামনের দর্শকাসনে বসেছিলেন তাঁদের বাবা-মা। ছেলেদের এই নাচ দেখে কেঁদে ফেললেন তাঁদের মা। তাঁদের বাবাও কোনও মতে মুখে হাসি রেখে চোখের জল সামলে রেখেছিলেন। নাচ করতে করতে মঞ্চ থেকে নেমে বাবা-মায়ের উপর গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলেন তিন পুত্র। তার পর বাবা-মাকে জড়িয়ে ধরলেন তিন জনে। পারিবারিক এই মুহূর্ত পরিপূর্ণ করতে যোগ দিলেন তিন পুত্রবধূও।

Advertisement
আরও পড়ুন