viral video

আদর, না কুস্তির মহড়া! রাস্তায় গলা জড়িয়ে থাকা গোসাপ জুটির ভিডিয়ো দেখে ধন্ধে সমাজমাধ্যমও

সরীসৃপ জুটিকে একে অপরকে ‘আলিঙ্গন’ করতে দেখা গিয়েছে। ভিডিয়োটি তোলা হয়েছে তাইল্যান্ডে। তবে ঘটনাটি কবে ঘটেছিল তা জানা যায়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১০:০০
wo monitor lizards  were hugging

ছবি: সংগৃহীত।

যুদ্ধের মহড়া না ভালবাসার আলিঙ্গন! দুই গোসাপ রাস্তায় ধারে দাঁড়িয়ে রয়েছে একে অপরের গলা জড়িয়ে। সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন দর্শকরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে বিভ্রান্ত হয়েছেন অনেকেই। ভালবাসা, যুদ্ধের প্রস্তুতি, না কি অন্য কিছু? জল্পনা ছড়িয়েছে সমাজমাধ্যমে। এক নদীর ধারে ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়েছিল। যেখানে সরীসৃপ জুটিকে একে অপরকে ‘আলিঙ্গন’ করতে দেখা গিয়েছে। ভিডিয়োটি তোলা হয়েছে তাইল্যান্ডে। তবে ঘটনাটি কবে হয়েছিল তা জানা যায়নি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

নেচার ইজ় অ্যামেজ়িং নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে দু’টি বেশ বড় আকারের গোসাপ নদীর ধারে একে অন্যকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। দুটি গোসাপই লেজে ভর দিয়ে নিজেদের দু’টি পা দিয়ে গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। সেই দৃশ্য দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি ভাইরাল হতেই অনেকেই জানতে উৎসুক ছিলেন প্রাণী দু’টি আসলে কী করতে চাইছে। অনেকেই মনে করছেন এটা যুদ্ধের আগের দৃশ্য। আবার অনেকের অনুমান সরীসৃপগুলি লড়াই করছিল।

ভিডিয়ো দেখে নেটাগরিকেরা মজার মজার মন্তব্য করেছেন তাঁরা। কেউ কেউ মজা করে দু’জনকে দীর্ঘ দিনের হারিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকা বলে অভিহিত করেছেন। কারও মতে এই জুটি ‘ভাল বন্ধু’। কারও আবার দাবি, এটি একটি কুস্তির ম্যাচ! একই রকম পরিস্থিতির আরও কয়েকটি ভিডিয়ো পোস্ট করে কয়েক জন নেটাগরিক জানান, সরীসৃপগুলি আসলে লড়াই করছিল। ভিডিয়োটি পোস্ট করার পর দেড় লক্ষ বারের বেশি দেখা হয়েছে।

Advertisement
আরও পড়ুন