Viral Video

স্বামীকে চুমু খাওয়ার সুযোগ পাবেন অন্যেরা! জন্মদিনে তরুণকে ‘বিশেষ’ উপহার স্ত্রীর, ভিডিয়ো ভাইরাল

হঠাৎ তরুণকে দেখে এক ব্যক্তি দাঁড়িয়ে পড়লেন। তরুণের গালে অনুমতি ছাড়াই চুমু খেয়ে ফেললেন তিনি। তার পর সেখান থেকে চলে গেলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৩:০৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্বামীর জন্মদিন বলে কথা! এমন দিনে ভালবাসার মানুষকে বিশেষ উপহার না দিলে চলে! তবে উপহার দিতে গিয়ে স্ত্রী যে এমন চমক দিয়ে বসবেন তা কল্পনাও করতে পারেননি তরুণ। জন্মদিন উপলক্ষে স্বামীকে যে কেউ চুমু খেতে পারেন, এমনই ‘উপহার’ দিয়েছেন তরুণী। স্ত্রীর কাছে এই চমক পেয়ে অবাক হয়ে গিয়েছেন তরুণ। সমাজমাধ্যমে তরুণীর এই কাণ্ডের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হ্যামি_টিভি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দোকানে বাড়ির জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ব্যস্ত ছিলেন এক তরুণ। দোকানের ভিতর ছিলেন অন্য ক্রেতারাও। হঠাৎ তরুণকে দেখে এক ব্যক্তি দাঁড়িয়ে পড়লেন। তরুণের গালে অনুমতি ছাড়াই চুমু খেয়ে ফেললেন তিনি। তার পর সেখান থেকে চলে গেলেন তিনি। পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দি করছিলেন তাঁর স্ত্রী। অপরিচিত ব্যক্তির এমন আচরণে অবাক হয়ে গেলেন তরুণ।

সঙ্গে সঙ্গে স্ত্রীর দিকে ছুটলেন তিনি। স্ত্রীকে তিনি বললেন, ‘‘ওই লোকটা আমার গালে চুমু খেল। তুমি দেখলে?’’ স্বামীর কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন তরুণী। জন্মদিন উপলক্ষে তরুণকে তো এই চমকই দিতে চেয়েছিলেন তাঁর স্ত্রী। আসলে, সে দিন বাইরে বেরোনোর আগে স্বামীর টি-শার্টের পিছনে একটি কাগজ লাগিয়ে দিয়েছিলেন তরুণী। সেই কাগজে লেখা ছিল, ‘কিস মি। ইট’জ় মাই বার্থডে’। বাংলায় যার অর্থ হল, ‘আজ আমার জন্মদিন। আমায় চুমু খান’।

সেই লেখা পড়েই দোকানে তরুণের গালে চুমু এঁকে দেন অন্য এক ব্যক্তি। মজা করেই এই কাজটি করেছিলেন তরুণী। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, ওই দম্পতি ব্রিটেনের বাসিন্দা। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভাগ্যিস আপনার গালে পুরুষমানুষ চুমু খেয়েছিল। যদি কোনও নারী এগিয়ে যেতেন তা হলে আপনার স্ত্রীর মুখে এত হাসি থাকত না।’’

Advertisement
আরও পড়ুন