Viral Video

বিমানের ভিতর উড়ে বেড়াচ্ছে পায়রা! ‘বিনা টিকিটের যাত্রী’দের নিয়ে হুলস্থুল কাণ্ড, ভাইরাল ভিডিয়ো

পাইলট যখন রানওয়েতে এগিয়ে বিমান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন আবার হইহট্টগোল শোনা গেল। বিমানের ভিতর আরও একটি পায়রা উড়তে শুরু করে দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১০:৩৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

উড়ানের জন্য পাইলট তৈরি। যাত্রীরাও নিজেদের জায়গায় বসে পড়েছেন। ঠিক সেই মুহূর্তে বিমানের ভিতর উদয় হল ‘বিনা টিকিটের যাত্রী’। ডানা মেলে এ দিক-ও দিক উড়ে বেড়াতে দেখা গেল একটি পায়রাকে। বিমানের ভিতর সে এক হুলস্থুল কাণ্ড। সেই পায়রাটিকে কোনও মতে ধরে বাইরে ছাড়া হল। বিমানটি যখন রানওয়েতে ঘোরাঘুরি করছে, তখন আরও একটি পায়রা উদয় হল বিমানের ভিতর। জোড়া পায়রার ‘তাণ্ডবে’ আর নির্দিষ্ট সময়ে বিমানটি ছাড়তে পারল না। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘এফএল৩৬০এয়্যারো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিমানের ভিতর একটি পায়রা উড়ে বেড়াচ্ছে। যাত্রীরা নিজেদের আসনে বসে চঞ্চল হয়ে উঠেছেন। কেউ কেউ আবার ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। পায়রাটি উড়ে যাওয়ার সময় এক তরুণ তাঁর জ্যাকেট দিয়ে পায়রার সামনে ধরলেন। বাধা পেয়ে সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করল পায়রা।

পাইলটের কাছে খবর পৌঁছোতেই মাইকে ঘোষণা করে সকলকে শান্ত হওয়ার অনুরোধ করেন। এক তরুণ সেই পায়রাটিকে ধরে বাইরে উড়িয়ে দেন। পাইলট যখন রানওয়েতে এগিয়ে বিমান ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন আবার হইহট্টগোল শোনা গেল। বিমানের ভিতর আরও একটি পায়রা উড়তে শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ‘কন্ট্রোল রুম’-এ খবর দিয়ে পাইলট জানান যে, তিনি বিমান নিয়ে ফিরে যাচ্ছেন। দ্বিতীয় পায়রাটিকে ধরে আবার বাইরে উড়িয়ে দেওয়া হয়। ‘বিনা টিকিটের দুই যাত্রী’র জন্য বিমান উড়তেও দেরি হয়।

সম্প্রতি এই ঘটনাটি ডেল্টা এযারলাইনসের একটি বিমানে ঘটেছে। বিমানটির মিনিয়াপলিস থেকে ম্যাডিসনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু পায়রাদের কারণে সেই বিমান ছাড়তে দেরি হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘পায়রাদের আর কষ্ট করে উড়তে ইচ্ছা করছিল না। তাই বিমানের ভিতর ঢুকে পড়েছিল।’’

Advertisement
আরও পড়ুন